খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শনিবার, ১৫ই মার্চ ২০২৫

গুলশানের মালিক তামিম খেলবেন মোহামেডানের হয়ে!

আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলবেন তামিম ইকবাল। তবে গুলশান ক্রিকেট ক্লাবের মালিকানায় রয়েছেন বাংলাদেশের এই সাবেক অধিনায়ক। এক ক্লাবের মালিকানায় থেকে আরেক ক্লাবের হয়ে মাঠে নামায় কোনো স্বার্থের সংঘাত দেখছেন না তামিম।

আজ মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম বলেন, ‘আমি বলেছি টিমের সাথে আছি। এতে সমস্যা কোথায়? আমি তাড়াতাড়ি আউট হলে বলবেন ইচ্ছা করে আউট হয়েছি? আমার মনে হয় না কোনো স্বার্থের সংঘাত আছে। এই দলকে আমি পছন্দ করি না। বলতে পারেন সর্বোচ্চ স্পন্সর এনে দিয়েছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি না স্বার্থের সংঘাত আছে।’

‘সবসময় জটিল করে চিন্তা না করে এভাবেও চিন্তা কইরেন আমাদের মতো স্পন্সররা দলকে স্পন্সর না করলে ১৫-২০ জন ক্রিকেটার দল পাবে না। সবসময় নেতিবাচক জিনিস বের করার চেয়ে একটু ইতিবাচক দিক চিন্তা করুন। স্পন্সর না করলে প্লেয়ারদের পেমেন্ট অর্ধেক হয়ে গেছে। ওরা না এলে খেলা হবে না। মাঝেমাঝে খেলোয়াড় ও ক্রিকেট নিয়েও ভাববেন।’-যোগ করেন তিনি।

গুলশান ক্রিকেট ক্লাবের নীতিনির্ধারণী পর্যায়ে তামিম নেই। স্কোয়াড ও অধিনায়কের ব্যাপারে তামিম জানান, ‘আমার সম্পর্ক হওয়ার আগেই দল হয়ে গেছে। এখন একজন ক্রিকেটার হিসেবে এটা আর পেশাদারিত্বের মধ্যে পড়ে না। যারা দল করেছেন, কোচ আছেন তারা আমার চেয়ে ভালো বোঝেন।’

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy