খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শনিবার, ১৫ই মার্চ ২০২৫

মেসির না থাকাই দুশ্চিন্তার কারণ প্রতিপক্ষের!

ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচে যে প্রধান তারকা লিওনেল মেসি খেলবেন না সেটি আগেই জানিয়েছিলেন কোচ হাভিয়ের মাশ্চেরানো। একইসঙ্গে আর্জেন্টাইন অধিনায়কের কোনো চোট নেই বলেও তিনি নিশ্চিত করেছেন। এদিকে, মেসির না খেলার বিষয়টি জানাজানি হলে, দর্শকখরার শঙ্কা করছে মায়ামির আসন্ন ম্যাচের প্রতিপক্ষ হিউস্টন ডায়নামো। সে কারণে তারা সমর্থকদের জন্য লোভনীয় প্রস্তাব প্রস্তুত করেছে।

১০ দিনের মাঝে ৩টি ম্যাচ খেলেছে ইন্টার মায়ামি। ২০২৫ মৌসুমের শুরুতেই তারা কনকাকাফের দুটি লেগ এবং এমএলএসে একটি ম্যাচ খেলে। তাদের পরবর্তী কয়েকটি ম্যাচের সূচিও বেশ আঁটসাঁট। ফলে মেসিকে এই মুহূর্তে বিশ্রাম দেওয়াকে প্রাধান্য দিচ্ছেন কোচ মাশ্চেরানো। তবে আগামী শুক্রবার কনকাকাফের শেষ ১৬’র ম্যাচ রয়েছে মায়ামির, সেই ম্যাচ দিয়েই হয়তো এই আর্জেন্টাইনকে মাঠে ফেরানো হবে। জ্যামাইকার ক্যাভালিয়ের এফসির বিপক্ষে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে খেলবে ফ্লোরিডার ক্লাবটি।

অন্যদিকে, মেসি যে খেলবেন না সেটি জানার পরই পরিস্থিতি আঁচ করতে পেরে তাদের কালকের ম্যাচের প্রতিপক্ষ হিউস্টন একটি বিবৃতি দিয়েছে। দর্শকদের উদ্দেশ্যে টেক্সাসের ক্লাবটি বলছে,

‘শেল এনার্জি স্টেডিয়ামে রোববার (বাংলাদেশ সময় অনুযায়ী সোমবার) ইন্টার মায়ামির বিপক্ষে ম্যাচ আয়োজন নিয়ে হিউস্টন ডায়নামো কর্তৃপক্ষ বেশ রোমাঞ্চিত। তবে সম্প্রতি তাদের খেলোয়াড়দের প্রকাশিত তালিকায় ফরোয়ার্ড মেসি নেই। তিনি যে হিউস্টন সফরেও দলের সঙ্গে আসবেন না তা আগেই জানা গিয়েছিল। দুর্ভাগ্যবশত প্রতিপক্ষ দলে কারা খেলবেন, সেই বিষয়ে আমাদের নিয়ন্ত্রণ নেই।’

এরপরই ক্লাবটির সমর্থকদের জন্য দেওয়া হয় একটি লোভনীয় প্রস্তাব। যুক্তরাষ্ট্রের টেক্সাসের মতো ভেন্যুতে উচ্চমূল্যের টিকিটও বিনামূল্যে দেওয়ার কথা জানিয়ে হিউস্টন বলছে,

‘আগামীকালের ম্যাচে আমরা চাই অবিশ্বাস্য আবহ দেখতে এবং আপনারা মেতে উঠুন হিউস্টনের সকার উৎসবে। যার বদৌলতে আমরা আগামীকালের খেলায় উপস্থিত দর্শকদের জন্য ডায়নামোর আসন্ন আরেকটি ম্যাচের টিকিট উপহার দেব। এ নিয়ে বিস্তারিত জানানো হবে পরবর্তী সপ্তাহে।’

আর্জেন্টিনা জাতীয় দল এবং বার্সেলোনা লম্বা সময় ধরে একসঙ্গে খেলেছেন মেসি ও মাশ্চেরানো। মায়ামিতে এখন দুজনের সম্পর্ক গুরু-শিষ্য। ৩৭ বছর বয়সী আর্জেন্টাইন অধিনায়কের ইনজুরির শঙ্কা উড়িয়ে মায়ামির কোচ মাশ্চেরানো বলেছেন,

‘লিও ঠিক আছে, সেই স্বাভাবিক এবং অন্য সময়ের মতোই সতীর্থদের সঙ্গে অনুশীলনও করবে। আমরা প্রয়োজনীয় বিশ্রামের সুযোগও পাচ্ছি না, কারণ প্রথম ম্যাচের তারিখটা পাল্টানো হয়েছিল। এখন যে সূচি তৈরি হয়েছে, আমাদের এর সঙ্গেই মানিয়ে চলতে হবে।’

এক সময়ের সতীর্থ এখন ইন্টার মায়ামির কোচ-শিষ্য

 

ঠাসা সূচির কথা জানিয়ে তিনি আরও বলেন,

‘দেখুন, প্রতিটি মুহূর্ত এবং মৌসুমের আবহ ভিন্ন, সামনে যা আসবে সবকিছুই সেভাবে মোকাবিলা করতে হবে। গত সপ্তাহে আমরা নকআউট রাউন্ড খেলেছি, সূচি বদলানোরও কোনো সুযোগ নেই। কান্সাসের আমরা মৌসুম শুরু করি, যেখানে চ্যাম্পিয়ন্স লিগ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সেখানে দুটি ম্যাচের মাঝে আবার একটি খেলা ছিল এমএলএসে। এটিও এমন এক প্রতিযোগিতা, যেখানে আমাদের শিরোপা জেতার লক্ষ্য আছে। তাহলে আমরা কখন সূচি অদলবদলের কথা বলব এবং খেলোয়াড়রা বিশ্রামই–বা পাবে কখন? সাতদিনে আমাদের তিনটি ম্যাচ খেলতে হয়েছে।’

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy