খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শনিবার, ২২শে মার্চ ২০২৫

আচরণবিধি লংঘনে পাকিস্তানের তিন ক্রিকেটারকে আইসিসির শাস্তি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে একের পর এক মেজাজ হারাতে দেখা গেছে পাকিস্তানের বেশ কয়েকজন ক্রিকেটারকে। কেবল প্রতিপক্ষ খেলোয়াড়দের উত্তপ্ত (স্লেজিং) করেই ক্ষান্ত হননি, কেউ কেউ তাদের দিকে তেড়েও গিয়েছেন। আইসিসির পক্ষ থেকে এসব ঘটনায় শাস্তি পেয়েছেন ৩ পাকিস্তানি ক্রিকেটার। আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল-১ লঙ্ঘন করেছেন শাহিন আফ্রিদি, সৌদ শাকিল ও কামরান গুলাম।

আজ (বৃহস্পতিবার) বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থাটি এক বিবৃতিতে আচরণবিধি লঙ্ঘনের দায়ে তিন পাকিস্তানি ক্রিকেটারের শাস্তির ঘোষণা দিয়েছে। এর মধ্যে শাহিন আফ্রিদির জরিমানা হয়েছে ম্যাচ ফি’র ২৫ শতাংশ। তিনি আচরণবিধির ২.১২ অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন। যেখানে বলা হয়েছে,

‘আন্তর্জাতিক ম্যাচ চলাকালে কোনো খেলোয়াড়, সহযোগী কোনো ব্যক্তি, আম্পায়ার, ম্যাচ রেফারি কিংবা অন্য কারও (দর্শক) সঙ্গে অযাচিত শারিরীক অগ্রহণযোগ্য।’

করাচিতে গতকাল ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হয় পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা। ম্যাচের ২৮তম ওভারে সফরকারী ব্যাটার ম্যাথু ব্রিটজকের রান নেওয়ার পথে ইচ্ছাকৃতভাবে বাধা হয়ে দাঁড়ান শাহিন আফ্রিদি। এরপর দুজনের মুখোমুখি শারিরীক অবস্থান ও উত্তপ্ত বাক্য বিনিময়েরও সৃষ্টি হয়।

আরেকটি ঘটনায় সৌদ শাকিল এবং বদলি ফিল্ডার হিসেবে মাঠে নামা কামরান ‍গুলামকে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। ২৯তম ওভারে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা রানআউট হওয়ার পর দুজনেই তার খুব কাছাকাছি গিয়ে আগ্রাসী উদযাপনে মাতেন। ফলে শাকিল-কামরান উভয়ই আচরণবিধির ২.৫ অনুচ্ছেদ ভঙ্গ করেছেন বলে উল্লেখ করেছে আইসিসি। যেখানে বলা হয়েছে–

‘আন্তর্জাতিক ম্যাচে কোনো ব্যাটার আউট হওয়ার পর তাকে উদ্দেশ্য করে ভাষা-কোনো আচরণ কিংবা অঙ্গভঙ্গি করলে, যা ওই ব্যাটারকেও আক্রমণাত্মক প্রতিক্রিয়া দেখাতে উৎসাহিত করে।’

কেবল জরিমানাই নয়, তিন পাক ক্রিকেটারকেই একটি করে ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি। তারা গত ২৪ মাসে এবারই প্রথম ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। এ ছাড়া শাহিন-কামরান-শাকিল আইসিসির দেওয়া শাস্তি মেনে নেওয়ায় শুনানির কোনো প্রয়োজন পড়ছে না।

এদিকে, শাস্তি পাওয়া ম্যাচে প্রোটিয়াদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছে পাকিস্তান। যেখানে ম্যাথু ব্রিটজকে, অধিনায়ক টেম্বা বাভুমা ও হেইনরিখ ক্লাসেনের আশি পেরোনো ইনিংসে সফরকারীরা ৩৫৩ রানের বড় লক্ষ্য দাঁড় করায়। সেই লক্ষ্য তাড়ায় রেকর্ডগড়া দুর্দান্ত এক জুটিতে পাকিস্তানকে জয় এনে দিয়েছেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলি আগা। দুজনের জোড়া সেঞ্চুরিতে পাকিস্তান ৬ বল ও ৬ উইকেট হাতে রেখে ম্যাচ জিতেছে। আগামীকাল (১৪ ফেব্রুয়ারি) ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান-নিউজিল্যান্ড।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy