পাঁচ বছরের জন্য সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ সোহেলি আক্তার
ক্রিকেটে দুর্নীতি ছড়িয়ে পড়ছে মহামারীর মতো। তবে জ্যান্টেলম্যানস গেমকে যথাসম্ভব পরিচ্ছন্ন রাখতে আইসিসিও সোচ্চার। এরই ধারাবাহিকতায় এবার এলো পিলে চমকানোর মতো এক খবর। আইসিসির দুর্নীতি দমন বিভাগের অভিযোগ ও তদন্তের ভিত্তিতে বাংলাদেশ জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা এই ক্রিকেটারকে ৫ বছর নিষিদ্ধ করেছে আইসিসি।
নিষেধাজ্ঞা পাওয়া এই ক্রিকেটার সোহেলি আক্তার। আইসিসির দুর্নীতি দমন আইনের পাঁচটি ধারা লঙ্ঘনের অভিযোগ স্বীকার করেছেন তিনি। আইসিসির ব্যাখ্যা অনুযায়ী স্পষ্টভাবেই ধারণা করা যাচ্ছে, ফিক্সিংয়ে জড়িত ছিলেন সোহেলি।
আইসিসির যে পাঁচটি ধারা ভেঙেছেন সোহেলি- ধারা ২.১.১- যেকোনো আন্তর্জাতিক ম্যাচের ফলাফল ইচ্ছাকৃতভাবে প্রভাবিত করা বা পরিবর্তন করা কিংবা কারও পক্ষ নেওয়া; ধাকারা ২.১.৩ (ক)- ফলাফল বা ম্যাচের গতিবিধি পরিবর্তনের জন্য আন্তর্জাতিক ম্যাচে বাজি ধরা বা দুর্নীতির উদ্দেশে পুরস্কার গ্রহণ করা, দুর্নীতির প্রস্তাবে সম্মত হওয়া; ধারা ২.১.৪- অন্য কাউকে দুর্নীতিতে অনুরোধ, প্ররোচনা, প্রলুব্ধ করা বা নির্দেশ দেওয়া; ধারা ২.৪.৪- দুর্নীতি দমন ইউনিটকে দুর্নীতির প্রস্তাবনার সম্পূর্ণ বিবরণ সরবরাহ করতে ব্যর্থতা এবং ধারা ২.৪.৭- আকসুর তদন্তে বাধা দেওয়া, বিলম্ব করা, তথ্য বা প্রমাণাদি গোপন বা নষ্ট করা।
সোহেলি তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করায় তাকে এ বছরের ১০ ফেব্রুয়ারি থেকে আগামী ৫ বছর নিষিদ্ধ ঘোষণা করেছে আইসিসি।
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, সোহেলির বিরুদ্ধে প্রমাণিত অভিযোগগুলো ২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপে উঠেছিল। ৩৬ বছর বয়সী সোহেলি ১৯৮৮ সালে রাজবাড়িতে জন্মগ্রহণ করেন। ২০১৩ সালে টি-টোয়েন্টি দিয়ে হয় আন্তর্জাতিক অভিষেক। বাংলাদেশ দলের হয়ে ১৩টি টি-টোয়েন্টির পাশাপাশি ২টি ওয়ানডে খেলেছেন তিনি।