নারী দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন সারোয়ার ইমরান
অভিজ্ঞ কোচ সারোয়ার ইমরান বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন। তিনি সদ্য বিদায়ী কোচ হাসান তিলকরত্নের স্থলাভিষিক্ত হবেন, যার চুক্তির মেয়াদ চলতি মাসের শুরুর দিকে শেষ হয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী উইংয়ের প্রধান হাবিবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সরোয়ার ইমরান আসন্ন আইসিসি নারী বিশ্বকাপ বাছাইপর্বে টাইগ্রেসদের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে এখনো আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়নি। হাবিবুল বাশার বলেন, ‘তিনি দলে যোগ দিতে যাচ্ছেন। এখনো কোনো চুক্তি হয়নি, তবে বিশ্বকাপ বাছাইপর্ব পর্যন্ত তিনি দলের দায়িত্বে থাকবেন। এই সময়ের মধ্যে নতুন কোচ নিয়োগের সম্ভাবনা নেই।’
ইমরান ২০০০ সালে বাংলাদেশের পুরুষ দলের প্রথম টেস্ট ম্যাচে প্রধান কোচের দায়িত্বে ছিলেন। সম্প্রতি তিনি মালয়েশিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ নারী দলের প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সোমবার (১২ ফেব্রুয়ারি) মিরপুরের জাতীয় ক্রিকেট একাডেমিতে নারী দলের ব্যাটারদের নিয়ে অনুশীলন করতেও দেখা গেছে এই অভিজ্ঞ কোচকে। অনুশীলন চলাকালে বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাবেক কোচ হাসান তিলকরত্নে ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে দেশে ফিরে বিসিবিতে পদত্যাগপত্র জমা দেন। ২০২২ সালের অক্টোবর থেকে দলের প্রধান কোচের দায়িত্বে থাকা তিলকরত্নের অধীনে বাংলাদেশ নারী দল ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে যথাক্রমে ২-১ ও ৩-০ ব্যবধানে হারে। ওয়ানডে সিরিজ হারার ফলে দলটি সরাসরি নারী বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি।
আগামী মার্চে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশসহ আটটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে এখনো টুর্নামেন্টের চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়নি।