খেলার মাঠে সবার আগে
Nsports-logo

বুধবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৫

হামজা প্রসঙ্গে শেফিল্ডের সাথে বাফুফের আলোচনা

আগামী ২৫ মার্চ ভারতে বাংলাদেশের এশিয়া কাপ বাছাইয়ের ম্যাচ। সেই ম্যাচে খেলার কথা রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরীর। তিনি কবে–কখন আসবেন এ নিয়ে ফুটবলাঙ্গনে অনেক আগ্রহ ও কৌতূহল রয়েছে। যদিও এখনও সুনির্দিষ্টভাবে কিছু বলতে পারছে না বাফুফে।

আজ (মঙ্গলবার) বিকেলে বাফুফে ভবনের নিচে ফেডারেশনের সহ-সভাপতি ফাহাদ করিম এই প্রসঙ্গে বলেন,

‘তার (হামজা) ক্লাব পরিবর্তন হয়েছে। আমাদের যোগাযোগ চলছে নতুন ক্লাবের (শেফিল্ড ইউনাইটেড) সঙ্গে। ক্লাবের সঙ্গে আলোচনার পর আসলে বোঝা যাবে কখন সে আসতে পারে।’

হামজা চৌধুরী ব্যক্তিগতভাবে বাংলাদেশে এসে ভারত যেতে চান। বাফুফেকে এমনটাই জানিয়েছেন বলে উল্লেখ করেন ফেডারেশনের সহ-সভাপতি ফাহাদ,

‘আমাদের সভাপতি হামজা ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। যেখানে তিনি আগে বাংলাদেশে আসার ইচ্ছে প্রকাশ করেছেন। বাংলাদেশে আসলে অবশ্যই একটা সংবর্ধনার ব্যবস্থা থাকবে। পরিকল্পনা বাস্তবায়ন হবে তার আগমনের সময় নির্ধারণ হওয়ার পর।’

বাংলাদেশ ফুটবল দল মার্চের ম্যাচের প্রস্তুতির জন্য সৌদি আরব যাবে। সেখানে দিন দশেকের প্রস্তুতির পর ঢাকায় এসে পরবর্তীতে যাবে ভারতে। ম্যাচটি শিলংয়ে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে। ঢাকা থেকে সরাসরি সেখানে ফ্লাইট নেই। সে কারণে কলকাতা থেকে গৌহাটি হয়ে শিলং যাওয়ার পরিকল্পনা করছে ফেডারেশন।

এই সকল পরিকল্পনা এখনও প্রস্তাবনার পর্যায়ে। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জাতীয় দল কমিটির চেয়ারম্যান। তিনি কোচের সঙ্গে আলোচনা করে এটি চূড়ান্ত করবেন। ২৬ অক্টোবর বাফুফে নির্বাচনের পর ৯ নভেম্বর প্রথম নির্বাহী সভায় মনোনীত হয়েছিল বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান। প্রায় তিন মাস হয়ে গেলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় দল কমিটিই পূর্ণাঙ্গ হয়নি।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy