বুড়িগঙ্গা সাঁতরে দুর্বারদের টপকে প্লে-অফে টাইগার্সরা
বিপিএলের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ জিতে প্লে-অফ নিশ্চিত করেছে খুলনা টাইগার্স। ঢাকা ক্যাপিটালসের দেওয়া ১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৯ বল হাতে রেখে ম্যাচ জিতে নেয় মেহেদী হাসান মিরাজের দল। জয় পেলে প্লে-অফ পরাজয়ে বিদায় এমন গুরুত্বপূর্ণ সমীকরণের ম্যাচেও চাপ সামলে ব্যাটে-বলে বাজিমাত করেছে টাইগার্সরা। বল হাতে রীতিমতো আগুন ঝড়িয়েছেন হাসান মাহমুদ। আর ছোট লক্ষ্য তাড়ায় অপরাজিত ফিফটিতে দলকে সহজ জয় এনে দিয়েছেন কাপ্তান মিরাজ।
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা খুব ভালো হয়নি খুলনার। মুস্তাফিজের বলে দলীয় ৮ রানে শূন্য হাতে ফেরেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান নাঈম শেখ। ১৪ রানে ফেরেন আফিফ। তাকেও আউট করেন মুস্তাফিজ। এরপর আলেক্স রসকে সঙ্গে নিয়ে ম্যাচের হাল ধরেন মেহেদী হাসান মিরাজ। দুজনের ৬৮ রানের জুটিতে দিশা পায় খুলনা।
৮২ রানে রস ফিরলে বাকি কাজ সারেন উইলিয়াম বসিস্তোকে নিয়ে। বসিস্তো যখন আউট হন তখন জয় থেকে মাত্র ৪ রান দূরে খুলনা। ছক্কা মেরে কাজটি শেষ করেন মোহাম্মদ নেওয়াজ। ৫৫ বলে ৭৪ রানে অপরাজিত থাকেন অধিনায়ক মিরাজ।
ঢাকার হয়ে ৩টি উইকেট নেন মোস্তাফিজুর রহমান। ১টি উইকেট নেন রহমত আলি।
টসে জিতে আগে ব্যাটিং করে লিটন দাস ১০ রানে আউট হলেও তানজিদ হাসান তামিমের ব্যাটে চড়ে ভালো শুরু পায় ঢাকা। পাওয়ারপ্লের ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৪ রান তোলে ঢাকা ক্যাপিটালস।
তানজিদ এক প্রান্ত ধরে আগাতে থাকলেও বাকিরা সুবিধা করতে পারেননি। ৩৭ বলে ৫৮ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান তানজিদ। তখন দলীয় স্কোর ৮২ রানে ৪ উইকেট। এরপর ব্যাটারদের ব্যর্থতায় ১২৩ রানে গুটিয়ে যায় ঢাকা।
খুলনা টাইগার্সের হয়ে ২টি করে উইকেট তোলেন উইলিয়াম বসিস্তো এবং হাসান মাহমুদ।