খেলার মাঠে সবার আগে
Nsports-logo

বুধবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৫

উয়েফা চ্যাম্পিয়নস লিগ: প্লে-অফে কে কার প্রতিপক্ষ!

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের প্রেস্টিজিয়াস আসরের ফাইনালের জন্য রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটিকে বাজির ঘোড়া রেখেছিলেন অনেকেই। তবে নতুন ফরম্যাটের চ্যাম্পিয়নস লিগের প্লে-অফেই সাক্ষাৎ হতে যাচ্ছে দুই হেভিওয়েটের। 

যার অর্থ সহজ, এবারের চ্যাম্পিয়নস লিগের রাউন্ড অফ সিক্সটিন শুরুর আগেই বাদ যাচ্ছে রিয়াল মাদ্রিদ কিংবা ম্যানচেস্টার সিটি। প্লে-অফকে সামনে রেখে শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেল ড্র। তাতেই নিশ্চিত হলো এই দুই দলের লড়াই।

গ্রুপ পর্বের দীর্ঘ লড়াই শেষে দ্বিতীয় রাউন্ডের অপেক্ষায় চ্যাম্পিয়নস লিগ। নতুন ফরম্যাটে গ্রুপ পর্বের শীর্ষ ৮ দল আগে থেকেই অপেক্ষা করছে রাউন্ড অব সিক্সটিনে। বাকি ৮ স্থানের জন্য প্লে-অফে লড়বে ১৬টি দল।

পুরো গ্রুপ পর্বজুড়েই ধুঁকতে থাকা ম্যানচেস্টার সিটির প্লে-অফে খেলাই ছিল অনিশ্চিত। শেষ রাউন্ডে এসে দারুণ এক জয়ে টুর্নামেন্টে টিকে রয়েছে তারা। অন্যদিকে সরাসরি দ্বিতীয় রাউন্ডে যেতে না পারলেও সহজেই প্লে-অফে জায়গা করে নিয়েছিল রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল।

তবে এই পর্বে বাকি ড্রগুলোতে উত্তাপ ছড়ানোর সুযোগ থাকলেও তেমনটা হয়নি। জুভেন্টাস পেয়েছে ডাচ ক্লাব পিএসভি আইন্দোহোভেনকে। আর দুই হেভিওয়েট ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন এবং বায়ার্ন মিউনিখও পাচ্ছে সহজ প্রতিপক্ষ। পিএসজির প্রতিপক্ষ বেস ও বায়ার্ন মিউনিখ পাচ্ছে সেল্টিককে।

অন্য প্লে-অফে আটালান্টা খেলবে ক্লাব ব্রুজের বিপক্ষে। মোনাকো খেলবে বেনফিকার বিপক্ষে এবং বরুশিয়া ডর্টমুন্ড খেলবে স্পোর্টিং লিসবনের বিপক্ষে।

প্লে-অফের প্রতিপক্ষ দলসমূহ:

  • ক্লাব ব্রেস–পিএসজি
  • ক্লাব ব্রুজ–আটালান্টা
  • ম্যানচেস্টার সিটি–রিয়াল মাদ্রিদ
  • জুভেন্টাস–পিএসভি
  • ফেইনুর্ড–এসি মিলান
  • সেল্টিক–বায়ার্ন মিউনিখ
  • স্পোর্টিং লিসবন–ডর্টমুন্ড
  • মোনাকো–বেনফিকা

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy