অশ্রুসিক্ত সাবিনাদের অবসরের হুঁশিয়ারি; বাফুফের বিশেষ কমিটি গঠন
পিটার বাটলার কোচ হিসেবে থাকলে আর অনুশীলনে তো নামবেই না; এমনকি ফুটবল ছেড়ে দেওয়ারও হুমকি দিয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যরা। বুধবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের সদস্যরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি বরাবর চিঠি দেয়। এই হুঁশিয়ারির পর বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ‘বাফুফে ইমার্জেন্সী কমিটি’র একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।
কোচের বিরুদ্ধে মেয়েদের অভিযোগ খতিয়ে দেখতেই বিশেষ একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বৃহস্পতিবার রাতেই ‘বাফুফে ইমার্জেন্সী কমিটি’র একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সেখানে সাত সদস্যের কমিটি গঠন করেছেন সভাপতি তাবিথ আউয়াল।
যেখানে প্রধান করা হয়েছে ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসানকে। তার সঙ্গে আছেন ফেডারেশনের সহ-সভাপতি ফাহাদ করিম, সদস্য শাখাওয়াত হোসেন শাহীন। উক্ত কমিটিকে ৭ দিনের মধ্যে সভাপতি বরাবর প্রতিবেদন উপস্থাপন করার নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতে বাফুফে ভবনে ব্রিটিশ কোচের বিরুদ্ধে ছয়টি অভিযোগ সামনে এনে সাবিনা খাতুন-মাসুরা পারভিনসহ ১৮ ফুটবলার নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছেন। এসময় মেয়েরা কান্না আটকাতে পারেননি। তাদের এ অবস্থা দেখে উপস্থিত অনেকের চোখ ছলছল করছিল।
কান্না জড়িত কণ্ঠে মাসুরা পারভিন বলেন,
‘আমরা আসলে চেয়েছিলাম ফুটবলের সঙ্গে থাকতে, যদি আপনাদের সমস্যা হয় আমরা চলে যাব।’
বাফুফে সূত্রে জানা গেছে, মেয়েদের এসব অভিযোগ যাচাই-বাছাই করা হবে। প্রত্যেক নারী ফুটবলারের সঙ্গে কথা বলে তাদের সমস্যা শোনা হবে। এরপর আগামী বৃহস্পতিবারের (৬ ফেব্রুয়ারি) মধ্যে এই কমিটি যাচাই-বাছাইয়ের পর প্রতিবেদন জারি করবেন।