খেলার মাঠে সবার আগে
Nsports-logo

বুধবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৫

ঢাকায় বাসা থাকা ক্রিকেটারদের হোটেল ছাড়ার অনুরোধ রাজশাহীর

পারিশ্রমিক নিয়ে টালবাহানার মধ্যেই এবার ক্রিকেটারদের হোটেল ছাড়ার অনুরোধ করেছে দুর্বার রাজশাহীর টিম কর্তৃপক্ষ। ঢাকায় বাসা আছে এমন ক্রিকেটারদের হোটেল চেক আউট করতে বলা হয়েছে। তবে দলটির যেসব ক্রিকেটার ঢাকার বাইরে থেকে এসেছেন, তারা হোটেল থাকতে পারবেন।

টুর্নামেন্টে এখনও প্লে-অফের লড়াইয়ে থাকা রাজশাহী দলে উত্তেজনা তৈরি হয়েছে এই সিদ্ধান্তকে ঘিরে। ক্রিকেটারদের কাছে পাঠানো এক বার্তায় ম্যানেজমেন্ট জানিয়েছে,

‘সাথে থাকার জন্য, আমাদের প্রতি বিশ্বাস রাখার জন্য আপনাদের ধন্যবাদ। আপনাদের সাহায্য ছাড়া এত বড় একটি টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হতো না। পয়েন্ট টেবিল অনুযায়ী আমাদের বর্তমান অবস্থান বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, যারা ঢাকার বাইরে থাকেন তারা এই হোটেলে অবস্থান করবেন এবং যারা ঢাকায় নিজেদের বাড়িতে থাকেন, তাদেরকে আজ চেক আউট করার অনুরোধ করা হচ্ছে। পরবর্তী চেক ইন হবে পহেলা ফেব্রুয়ারি।’

রাজশাহীর ক্রিকেটারদের সংকট এখানেই শেষ নয়। চট্টগ্রামে পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বয়কটের পর বিসিবি সভাপতির হস্তক্ষেপে ২৫ শতাংশ টাকা পেয়েছিলেন তাসকিন-বিজয়রা। তবে সেটি ছিল সাময়িক সমাধান। এরপরও দফায় দফায় সমস্যার মুখোমুখি হতে হয়েছে দলটিকে। চট্টগ্রামে হোটেল ভাড়া দিতে না পারা, ঢাকায় বারবার হোটেল বদলানো—এসব নিয়ে শুরু থেকেই অস্বস্তিতে ছিলেন ক্রিকেটাররা।

সবচেয়ে বড় ধাক্কা আসে রংপুরের বিপক্ষে ম্যাচের আগে। পারিশ্রমিক না পেলে মাঠে নামবেন না বলে মালিকপক্ষকে হুঁশিয়ারি দেন ক্রিকেটাররা। বাধ্য হয়ে ম্যাচের আগেই চেক তুলে দেওয়া হয় তাদের হাতে। সেই ম্যাচ জয়ের পর অধিনায়ক তাসকিন আহমেদ মজার ছলে বলেছিলেন,

‘উইকেটের মতো চেক বাউন্স করলে ক্রিকেটারদের বিপদ হবে।’

কিন্তু সেই আশঙ্কাই সত্যি হয়েছে। চেক হাতে পাওয়ার দুদিন পরই ব্যাংকে জমা দিলে সেটি প্রত্যাখ্যান করা হয়। চুক্তি অনুযায়ী বকেয়া পারিশ্রমিক তো দেওয়া হয়নি, উল্টো ১৮ দিনের দৈনিক ভাতাও পাননি ক্রিকেটাররা।

উল্লেখ্য, প্রথম রাউন্ডের ম্যাচ শেষ হয়ে গেছে দুর্বার রাজশাহীর। ১২ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে তারা রয়েছে তৃতীয় স্থানে। তাদের সামনে প্লে-অফে ওঠার বেশ ভালো সম্ভাবনা থাকছে। তবে নিজেদের ম্যাচ শেষ হয়ে যাওয়ায় তারা থাকবে সংরক্ষিত আসনে। সেক্ষেত্রে রাজশাহীর সঙ্গে লড়াইটা চিটাগাং কিংস ও খুলনা টাইগার্সের। অবস্থাদৃষ্টে প্লে-অফে খেলার বেশ ভালো সম্ভাবনা রয়েছে রাজশাহীর।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy