খেলার মাঠে সবার আগে
Nsports-logo

বুধবার, ১৬ই এপ্রিল ২০২৫

আইসিসি নারী চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার ‘হ্যাটট্রিক’

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে ১০টি দল নিয়ে হয়েছে আইসিসি নারী চ্যাম্পিয়নশিপ। আগের দুই আসরের পর ২০২২-২৫ চক্রের এই চ্যাম্পিয়নশিপ দিয়ে হ্যাটট্রিক ট্রফি জিতেছে অস্ট্রেলিয়া। ফরম্যাটটিতে অজি মেয়েরা সর্বোচ্চ সাতবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল। তারই ধারাবাহিকতায় নারী চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে তারা পরবর্তী বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে।

চ্যাম্পিয়নশিপ টেবিলে সবার ওপরে থাকা অস্ট্রেলিয়াকে অভিনন্দন জানিয়ে ট্রফি তুলে দিয়েছে আইসিসি। আজ (মঙ্গলবার) অজি অধিনায়ক অ্যালিসা হিলির হাতে মেলবোর্নে মর্যাদাপূর্ণ এই পুরস্কার হস্তান্তর করেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান ও আইসিসির পরিচালক মাইক বেয়ার্ড। আইসিসি ২০১৪ সাল থেকে নারী চ্যাম্পিয়নশিপ আয়োজন করে আসছে। এখন পর্যন্ত অনুষ্ঠিত তিনটি চক্রেই চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আগের দু’বার এই ট্রফি উঠেছিল মেগ ল্যানিংয়ের হাতে, প্রথমবার অজি তারকা হিলি এই পুরস্কার জিতলেন।

চ্যাম্পিয়নশিপ ট্রফি জয়ের প্রতিক্রিয়া অজি অধিনায়ক অ্যালিসা হিলি বলছেন,

‘আইসিসি নারী চ্যাম্পিয়নশিপ জিতে আমরা খুবই রোমাঞ্চিত। এখানে দারুণ প্রতিযোগিতা হয়েছে এবং চূড়ান্ত সাফল্য পাওয়া আনন্দের। আমরা বিশ্বকাপে উত্তীর্ণ হয়েছি যে সেটি আগেই জানতাম, এখন টেবিলের শীর্ষে থাকা আমাদের জন্য বড় সুবিধা। বিশ্বকাপের জন্য এটি আমাদের কিছুটা এগিয়ে রাখবে। আমরা ভারতে অনেক খেলেছি, তবে সেখানকার কন্ডিশন বেশ রহস্যময়। কী মোকাবিলা করতে হবে সেটি নিশ্চিত নই, তবে নিশ্চিত যে দারুণ কিছু হবে।’

পরবর্তী নারী ওয়ানডে বিশ্বকাপ বসবে ভারতের মাটিতে। স্বাগতিক দেশটিসহ নারী চ্যাম্পিয়নশিপের শীর্ষ ৬টি দল এই টুর্নামেন্টে সরাসরি খেলবে। যেখানে পয়েন্ট টেবিলের সবার ওপরে রয়েছে অজি মেয়েরা। প্রতিটি দল চ্যাম্পিয়নশিপের অধীনে ২৪টি করে ম্যাচ খেলেছে। যেখানে টেবিল টপার অস্ট্রেলিয়ার পয়েন্ট ৩৯। এ ছাড়া বিশ্বকাপে জায়গা নিশ্চিত করা ছয় দল হচ্ছে যথাক্রমে ভারত (৩৭), ইংল্যান্ড (৩২), দক্ষিণ আফ্রিকা (২৫), শ্রীলঙ্কা (২২) ও নিউজিল্যান্ড (২১)। বাংলাদেশের পয়েন্টও কিউইদের সমান ২১।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy