কিংস বদ্দারা তুড়ি মেরে উড়িয়ে দিলো দুর্বল দুর্বারদের!
বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচটা হয়েছে ভীষণ একঘেয়ে একপেশে। বেশ খাপছাড়া ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং এর কারণে ১১১ রানের বিশাল ব্যবধানে রাজশাহী হেরেছে চিটাগং এর কাছে। আগে ব্যাট করতে নামা চিটাগং তোলে ১৯১ রান। জবাবে মাত্র ৮০ রানে থেমেছে রাজশাহী।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে আগে চিটাগং কিংসকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় দুর্বার রাজশাহী। আগে ব্যাট করতে নেমে শুরুতেই উসমান খানের উইকেট হারিয়েছে চিটাগং। দলের ৮ রানের মাথাতে ৪ বলে ৭ রান করে সাজঘরে ফিরেছেন উসমান।
এরপর নাঈম ইসলামের সাথে যোগ দেন গ্রাহাম ক্লার্ক। পাওয়ারপ্লেটা দেখেশুনে কাটিয়ে দিয়েছেন দুজন। ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৩ রান তুলেছে চিটাগং। সময়ের সাথে সাথে হাত খুলে ধুমধাড়াক্কা ব্যাটিং করে রাজশাহীর বোলারদের পিটিয়ে একেবারে তক্তা বানিয়েছেন ক্লার্ক এবং নাঈম।
তিনে নামা ক্লার্ক থেমেছেন দলের ৯২ রানের মাথাতে। ২৮ বলে ৪৫ রান করে রানআউটের শিকার বনে যান ক্লার্ক। নাঈম ফিফটি ছুঁলেও এরপর খুব একটা এগোতে পারেননি। ৪১ বলে ৫৬ রানের ইনিংস খেলে দলের ১১৯ রানের মাথায় আউট হন তিনি।
অধিনায়ক মোহাম্মদ মিঠুন চারে নেমে তুলেছিলেন ঝড়। ঝড়ো ব্যাটিংয়ে ২০ বলে ৩২ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান মিঠুন। শেষ দিকে কিছুটা ঝিমিয়ে পড়ে চিটাগংয়ের ইনিংস। শেষ দিকে রাহাতুল ফেরদৌস করেছেন ৮ বলে ১৬ রান। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৮ উইকেট হারিয়ে ১৯১ রান তুলেছে চিটাগং। ১৪ বলে ২৫ রানের ক্যামিও ইনিংস খেলেছেন হায়দার আলী।
দুর্বার রাজশাহীর হয়ে ২ উইকেট নেন তাসকিন আহমেদ। ১টি করে উইকেট শিকার করেছেন জিসান আলম, শফিউল ইসলাম এবং মোহর শেখ।
জবাব দিতে নেমে প্রচন্ড নড়বড়ে শুরু হয়েছে দুর্বার রাজশাহীর। দুই ওপেনার জিসান আলম এবং মোহাম্মদ হারিস সাজঘরে ফিরেছেন দলের ১৩ রানের মাথাতে। ইয়াসির আলীও সুবিধা করতে পারেননি। ৪ বলে ৫ রানের ইনিংস খেলে বিদায় নেন তিনি। তিনে নামা এনামুল হক বিজয় লড়াইয়ের চেষ্টা চালিয়ে গেছেন। তবে খুব একটা সুবিধা করতে পারেননি। পাওয়ারপ্লের ৬ ওভারে ৩৮ রান তুলেছে রাজশাহী, উইকেট পড়েছে ৩টি।
দলের ৪০ রানের মাথাতে আউট হন আকবর আলীও। ১৩ বলে ১০ রান করেন তিনি। বিজয় আউট হয়েছেন ২১ বলে ২১ রান করে। ৫৯ রানে ৫ উইকেট হারিয়ে যেন অথই সাগরে পড়ে যায় বিজয়। সেখানেই ম্যাচটা প্রায় হেরে যায় রাজশাহী।
একের পর এক উইকেটের পতনে ম্যাচে আর ঘুরে দাঁড়াতে পারেনি দুর্বার রাজশাহী। মার্ক দেয়াল করেছেন ৭ বলে ৬ রান। সানজামুল ইসলাম খেলেন ৭ বলে ৭ রানের ইনিংস।
মিগুয়েল কামিন্স ১৫ বলে ৮ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। ১৪.২ ওভারের খেলা শেষে ৮০ রানে অলআউট হয়েছে রাজশাহী। রায়ান বার্ল চোটে পড়ার কারণে ব্যাটিংয়ে নামেননি। ফলে ব্যাট করেছেন কেবল ১০ জন। বিজয় এবং আকবর বাদে রাজশাহীর কোনো ব্যাটারই দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি। ম্যাচটা ১১১ রানের বিশাল ব্যবধানে জিতেছে চিটাগং কিংস।
চিটাগংয়ের হয়ে ২টি করে উইকেট তুলেছেন শরিফুল ইসলাম এবং নাঈম ইসলাম। ১টি করে উইকেট নেন বিনুরা ফার্নান্দো, খালেদ আহমেদ, আরাফাত সানি, রাহাতুল ফেরদৌস এবং শামীম হোসেন পাটোয়ারী।