প্রতিশোধের ম্যাচে ঢাকার জয়, সিলেট পয়েন্ট টেবিলের তলানিতে
বিপিএলে আজ দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৬ রানে হারিয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ঢাকা ক্যাপিটালস। শেষ দিকে গিয়ে হাইস্কোরিং ম্যাচটা বেশ জমে দারুণভাবে গিয়েছিল। রোমাঞ্চে ঠাসা ম্যাচটা ৬ রানে জিতে নিয়েছে ঢাকা।
সিলেট স্ট্রাইকার্সের সাথে প্রথম ম্যাচে ১৯৪ রানের লক্ষ্য দিয়েও হারের স্বাদ নিতে হয়েছিলো ঢাকা ক্যাপিটালসকে। আজ সেই হারের প্রতিশোধ নিয়েছে ঢাকা। দ্বিতীয় ম্যাচে প্রায় হারতে হারতে ভাগ্যক্রমে ৬ রানে জয় ছিনিয়ে নিয়েছে ঢাকা। সেই জয়ের নায়ক মুস্তাফিজুর রহমান।
আজ শেষ ওভারে ২৩ রান প্রয়োজন ছিল সিলেটের। মুস্তাফিজুরের করা প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে ম্যাচের রোমাঞ্চ বাড়িয়ে দেন সামিউল্লাহ শিনওয়ারি। ফিরতি বলে ওয়াইড দেন বাঁহাতি পেসার।
এতে সমীকরণ দাঁড়ায় ৫ বলে ১৬ রানের। দ্বিতীয় বৈধ বলে চার মেরে সমীকরণটা আরো কমিয়ে আনেন শিনওয়ারি।
তৃতীয় বলে অবশ্য ক্যামব্যাক করেন মোস্তাফিজ। শিনওয়ারিকে ১ রানের বেশি নিতে দেননি তিনি।
আর ফিরতি বলে সিলেটের অধিনায়ক আরিফুল হককে (২৯) ফুলটস দিয়ে নিজেই ক্যাচ ধরেন মুস্তাফিজ। পরের বলে প্রান্ত বদল করতে গিয়ে রান আউট হন শিনওয়ারিও (১২)। শেষ বলে ১১ রানের সমীকরণে চার মেরে পরাজয়ের ব্যবধান কমান রুয়েল মিয়া। ৬ রানের জয়টা টুর্নামেন্টে দ্বিতীয় জয় ঢাকার।
সিলেটের ১৯৭ রান তাড়ার শুরুটাও আজ ভালো ছিল না। ৩২ রানেই ২ উইকেট হারিয়ে বসে তারা। তৃতীয় উইকেটে ৮০ রানের জুটি গড়ে সিলেটকে জয়ের আশা দেখান রনি তালুকদার ও অ্যারন জোন্স। তবে কাছাকাছি সময়ে দুজনই বিদায় নিলে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় ঢাকার হাতে। জোন্সের ৩৬ রানের বিপরীতে ৬৮ রানে আউট হন রনি। শেষে জাকের আলীর ১৩ বলে ২৮ ও আরিফুলের ১৩ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংসও সিলেটের পরাজয় এড়াতে পারেনি।
এর আগে লিটন দাসের ৭০ রানের কল্যাণে ৬ উইকেটে ১৯৬ রানের সংগ্রহ পায় ঢাকা। শেষ দিকে অধিনায়ক থিসারা পেরেরা ৩৭ রানের অবদানও কম নয়। পরে বোলিংয়ে ২ উইকেট নিয়ে ম্যাচসেরাও হয়েছেন শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডার। আর সিলেটের বিপক্ষেই আগের ম্যাচে ৭৩ রান করা লিটন আজ সতীর্থদের সঙ্গে জয় নিয়ে মাঠ ছেড়েছেন।