খেলার মাঠে সবার আগে
Nsports-logo

বুধবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৫

সৌদি আরবে’র মাঠে উত্ত্যক্তের শিকার মায়োর্কার খেলোয়াড়দের স্ত্রী

সৌদি আরবে খেলা দেখতে গিয়ে হয়রানির শিকার হয়েছেন মায়োর্কার খেলোয়াড়দের পরিবারের সদস্যরা। মায়োর্কার দুই খেলোয়াড়ের স্ত্রীরা জানান, সৌদি আরবে অনুষ্ঠিত স্প্যানিশ সুপার কাপ ম্যাচের পর স্থানীয় সমর্থকদের দ্বারা তারা উত্ত্যক্তের শিকার হয়েছেন তারা।

স্প্যানিশ এক টেলিভিশনকে মায়োর্কার মিডফিল্ডার দানি রদ্রিগেজের ক্রিস্টিনা পালভরা জানিয়েছেন, স্টেডিয়াম ছাড়ার সময় তিনি এবং গোলকিপার ডমিনিক গ্রেইফের স্ত্রী পুরুষদের একটি দল দ্বারা হয়রানির শিকার হয়েছেন।

পালাভরা এসপোর্টস আইবি৩-কে বলেন, ‘(স্টেডিয়াম থেকে) বের হওয়াটা বেশ জটিল ছিল। আমরা আমাদের সন্তানদের সাথে বের হচ্ছিলাম এবং আমাদের কোনো নিরাপত্তা ছিল না। সত্যি বলতে, দেশটির কিছু পুরুষ আমাদের কাছে থেকে ছবি তুলতে শুরু করে এবং তখন আমাদের হয়রানিও করছিল’।
তিনি আরো বলেন, ‘একই ঘটনার শিকার হয়েছেন ডমিনিক গ্রেইফের স্ত্রী নাতালিও।  আমার মেয়ে তখন ঘুমাচ্ছিল। আমরা খুব বেশি অস্বস্তি অনুভব করছিলাম। আমাদের কোনো সুরক্ষা ছিল না। বের হওয়াটা খুব খারাপ ছিল।’

গ্রেইফের স্ত্রী নাতালিয়া স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কাকে বলেছেন, পুরুষরা ‘আমাদের ভিডিও করছিল এবং ধাক্কা দিচ্ছিল, ফোন আমাদের মুখে ঠেকিয়ে ভিডিও করছিল।’

মায়োর্কা ক্লাব কর্মকর্তারা জানিয়েছেন, ‘প্রায় ২৫০ জন মানুষ স্টেডিয়াম থেকে বের হওয়ার সময় হয়রানির শিকার হয়েছেন।’

মার্কা একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে দেখা যায় রিয়াল মাদ্রিদের জার্সি পরিহিত কয়েকজন পুরুষ মোবাইল ফোন দিয়ে ভিডিও করে এবং হাসতে হাসতে মায়োর্কার সমর্থকদের একটি দলকে বাসে ওঠার পথে অনুসরণ করছে।

মায়োর্কার অফিশিয়াল আলফনসো দিয়াজ এসপোর্তস আইবি৩ টিভিকে বলেছেন,  নারীদের ‘অযাচিতভাবে


স্পর্শ করা হয়েছে’ যেটা ‘পুরোপুরি অগ্রহণযোগ্য।’ তিনি এই ঘটনা স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে জানিয়েছেন। ‘এটা যেন আর না ঘটে’ আয়োজকেরা তা নিশ্চিত করবেন বলে মনে করেন দিয়াজ।

স্প্যানিশ ফুটবল ফেডারেশন অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানিয়েছে, তাদের নিরাপত্তা কর্মীরা ঘটনার বিষয়ে অবহিত হওয়ার সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিয়েছে।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy