প্রথম বাংলাদেশি হিসেবে টি-২০ তে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তামিম
টাইগারদের ইতিহাসের সেরা ওপেনার তামিম ইকবাল খান, প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টি২০ ফরম্যাটে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন।
আজ বৃহস্পতিবার বিপিএলে রংপুর রাইডার্সের বিপক্ষে খেলতে নেমে এ রেকর্ড গড়েন তিনি। রংপুর রাইডার্সের অফ স্পিনার মেহেদী হাসানের করা পঞ্চম ওভারের শেষ বলটিকে স্ট্রেইট ড্রাইভে চার মেরেই মাইলফলকটি পেরোলেন ফরচুন বরিশালের তামিম ইকবাল।
ম্যাচ শুরুর আগে ৮ হাজার রান থেকে মাত্র ৯ রান দূরে ছিলেন তামিম। ২৭২তম টি-টোয়েন্টিতে এসে দুর্দান্ত মাইলফলকটি ছুঁয়েছেন বাঁহাতি এই ওপেনার। বাংলাদেশের প্রথম ও বিশ্বের ৩৪তম ব্যাটসম্যান হিসেবে ২০ ওভারের ক্রিকেটে ৮ হাজার রান করা ব্যাটার এখন তামিম।
টি-টোয়েন্টি ক্যারিয়ারে তামিমের আগে বাংলাদেশের আর কোনো ব্যাটার ৮ হাজার রান করতে পারেননি। ৭ হাজার ৪৩৮ রান নিয়ে দ্বিতীয় স্থানে আছেন সাকিব আল হাসান। ৬ হাজার ৯০ রান করে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে তিন নম্বরে মাহমুদউল্লাহ।