খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শনিবার, ৫ই এপ্রিল ২০২৫

রেড্ডির সেঞ্চুরিতে ‍ভারতের প্রতিরোধ

অস্ট্রেলিয়ার বড় সংগ্রহের জবাব দিতে নেমে বেশ চাপে পড়ে গিয়েছিল ভারত। তবে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকিয়ে তাদের আশা দেখাচ্ছেন নিতিশ কুমার রেড্ডি।

কিন্তু তারপরও চতুর্থ টেস্টের তৃতীয় দিন শেষে শক্ত অবস্থানেই আছে অস্ট্রেলিয়া।

 

মেলবোর্নের গ্যালারিতে উপস্থিত নিজের বাবাকে সাক্ষী রেখে প্রথম সেঞ্চুরির দেখা পান চতুর্থ টেস্ট খেলতে নামা রেড্ডি। ১৯১ রানে ৬ উইকেট হারিয়ে ফেলা ভারতকে প্রায় একাই টেস্টে তোলেন ২১ বছর বয়সী ভারতীয় ব্যাটার। তার অপরাজিত ১০৫ রানে ভর করে ৯ উইকেটে ৩৫৮ রান নিয়ে দিন শেষ করে সফরকারীরা।

ঋষভ পন্ত (২৮) ও রবীন্দ্র জাদেজা (১৭) দ্রুত বিদায় নেওয়ার পর ওয়াশিংটন সুন্দরকে নিয়ে ৪৭.১ ওভারে ১২৭ রানের জুটি গড়েন রেড্ডি। সুন্দর ৫০ রান করে বিদায় নেওয়ার সময় রেড্ডি ৯৭ রানে ব্যাট করছিলেন। এরপর যশপ্রীত বুমরাহ তিন বল খেলে ডাক মারলে রেড্ডির সেঞ্চুরি নিয়ে শঙ্কা দেখা দেয়।

রেড্ডির যখন একজন সঙ্গীর খুব দরকার, তখন আসরে নামেন মোহাম্মদ সিরাজ। শেষ ব্যাটার হিসেবে নামা সিরাজ অজি পেসার প্যাট কামিন্সের ওভার দারুণভাবে সামাল দেন। পরফের ওভারে এসে ইনিংসের নিজের ১০তম বাউন্ডারি হাঁকিয়ে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন আটে নামা রেড্ডি।

ভারত যখন অস্ট্রেলিয়ার চেয়ে ১১৬ রানে পিছিয়ে, তখন মেলবোর্নে বৃষ্টি নামে। আলোক স্বল্পতা ও বৃষ্টির কারণে বাকি সময় আর খেলা সম্ভব হয়নি। ফলে ম্যাচ বাঁচানোর আশা নিয়ে মাঠ ছাড়ে ভারত। এখন পর্যন্ত সিরিজে ১-১ সমতা বিরাজ করছে।

সংক্ষিপ্ত স্কোর

বোর্ডার-গাভাস্কার ট্রফি, চতুর্থ টেস্ট (তৃতীয় দিন)
অস্ট্রেলিয়া ৪৭৪: স্মিথ ১৪০, লাবুশেন ৭২, কনস্টাস ৬০, খাজা ৫৭; বুমরাহ ৪/৯৯, জাদেজা ৪/৭৮
ভারত ৩৫৮/৯: রেড্ডি ১০৫*, সুন্দর ৫০; বোল্যান্ড ৩/৫৭, কামিন্স ৮৬/৩
ভারত ১১৬ রানে পিছিয়ে।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy