খেলার মাঠে সবার আগে
Nsports-logo

বুধবার, ১৮ই ডিসেম্বর ২০২৪

সিরিজ সমতায় আনল আফগানিস্তান

দ্বিতীয় টি টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৩ উইকেটে হারিয়ে সিরিজ ১-১ সমতায় আনল সফরকারী আফগানিস্তান।

হারারেতে টস জিতে ফিল্ডিংয়ে নেমে স্বাগতিকদের ১২৭ রানে গুটিয়ে দেয় আফগানরা। ৪ ওভারে ২৭ রান খরচে সর্বোচ্চ ৪ উইকেট নেন অধিনায়ক রশিদ খান। এছাড়া আজমতউল্লাহ ওমরজাই, মুজিবউর রহমান ও নাভিন উল হকের শিকার দুটি করে উইকেট।

জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৩১ রান আসে ওপেনার ব্রায়ান ব্রেনেটের ব্যাট থেকে। ওয়েসলি মাধেভেরে করেন ২১ রান। এছাড়া কোনো ব্যাটারই ২০ ছুঁতে পারেননি।

জবাব দিতে নেমে চাপের মুখে পড়ে আফগানিস্তানও। ৪৪ রানেই হারিয়ে ফেলে ৪ উইকেট। পঞ্চম উইকেটে ৪৮ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ে রাখেন ওমরজাই ও গুলবাদিন নাইব। এই জুটি ভেঙে ম্যাচ জমিয়ে তোলেন সিকান্দার রাজা। প্রথমে তিনি ফেরান ২২ বলে ২২ রান করা নাইবকে।

পরে ৩৭ বলে ৩৪ রান করা ওমরজাইকেও তুলে নেন তিনি। তাই পথটা কঠিন হয়ে যায় আফগানদের জন্য। তবে অভিজ্ঞ মোহাম্মদ নবীর ব্যাটে চড়ে ৩ বল হাতে রেখেই নিশ্চিত করে জয়। ১৮ বলে ৩ চারে ২৪ রানে অপরাজিত থাকেন নবী। জিম্বাবুয়ের হয়ে রাজা, ট্রেভর গোয়ান্ডু ও ব্লেসিং মুজারাবানি নেন দুটি করে উইকেট। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা হয়েছেন ওমরজাই। তিন ম্যাচে ৮ উইকেট নিয়ে সিরিজসেরা নাভিন।

এদিকে আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy