খেলার মাঠে সবার আগে
Nsports-logo

বৃহস্পতিবার, ২১শে নভেম্বর ২০২৪

স্কিলে আরও উন্নতি করতে হবে: তাসকিন

ভারতের সাথে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও লজ্জাজনক হার বাংলাদেশের। এই ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে কথা বলেন পেসার তাসকিন আহমেদ। তিনি বলেন, ‘কারণ যদি বলেন তাহলে আমাদের স্কিলে হয়তো আরও উন্নতি করতে হবে। একইসঙ্গে দেশে আরও ভালো উইকেটে খেলতে পারলে আরও উন্নতি হবে। এগুলোই বিভিন্ন কারণ। আপনারাও অনেকদিন ধরে দেখছেন, দুই-একটা কারণ থাকলে বলুন আমাদের, চেষ্টা করব উন্নতি করার। ’

‘আমিও দলের অংশ, আমিও খেলোয়াড়। অনেকদিন ধরে আমিও খেলছি, দুর্ভাগ্যজনকভাবে আমাদের আসলে খুব একটা উন্নতি হয়নি টি-টোয়েন্টিতে। এটা আমাদের ব্যর্থতা। কিন্তু চেষ্টার কোনো কমতি নেই, হচ্ছে না। দেশে যেমনই হোক কিন্তু ভালো কন্ডিশনেও আমরা প্রায়ই ব্যর্থ হয়েছি, ভালো উইকেটগুলোতেও। ’

বাংলাদেশ ঘরের মাঠে খুব ভালো উইকেটে খেলে না তেমন। এটাকে বড় রান করতে না পারার কারণ হিসেবে প্রথম ম্যাচের পর উল্লেখ করেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার সুরেই কথা বলেছেন তাসকিনও।

তিনি বলেন, ‘তাদের মতো শুয়ে-বসে খেলতে গেলে আমাদের দেশে হয়তো বল মুখে লাগবে। তারা ছোট থেকেই ভালো উইকেটে খেলে এভাবে খেলার অভ্যাস করেছে। ’

আইপিএল নিয়ে তাসকিন বলেন, ‘এটা অবশ্যই একটা ব্যাপার। আইপিএলে বেশির ভাগ ম্যাচই হাই স্কোরিং হয়। ওরা জানে কিভাবে হাই স্কোরিং রান তাড়া করতে হয়, হাই স্কোর কিভাবে করতে হয়। তাদের কাছে ১৮০-২০০ রান খুবই স্বাভাবিক। আমাদের জন্য যেটা ঘরের মাঠে ১৩০, ১৪০, ১৫০ রান। সুতরাং আমাদের এই অভ্যাসটা কিন্তু খুবই কম, এটাই বাস্তবতা। ’

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy