ইসরায়েলকে হারিয়ে শীর্ষে থাকলো ইতালি
ফরাসিদের হারিয়ে নেশন্স লিগ শুরু করা ইতালি নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে। ইসরায়েলকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে তারা। লিগ ‘এ’র গ্রুপ-২ এর ম্যাচে ইতালি দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে, যেখানে ফ্রান্স তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে এবং বেলজিয়ামেরও সমান তিন পয়েন্ট।
নিরাপত্তা শঙ্কার কারণে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল নিরপেক্ষ ভেন্যু বুদাপেস্টে, যেখানে পরিবেশ ছিল শান্ত। ম্যাচের ৩৮ মিনিটে ইতালিকে লিড এনে দেন ফ্রাত্তেসি। ঘণ্টাখানেক পর, ময়েসে কিন রিবাউন্ড থেকে গোল করে স্কোর ২-০ করেন।
ইতালির দাপটপূর্ণ পারফরম্যান্সের পরেও ইসরায়েল ৯০ মিনিটে একটি গোল শোধ করতে সক্ষম হয়। মোহাম্মদ আবু ফানি ফ্রি-কিক থেকে গোল করে স্কোর লাইন ২-১ করে ফেলেন।
যদিও জয় নিশ্চিত হয়েছে, আজ্জুরিদের পারফরম্যান্স ছিল কিছুটা অনিশ্চিত। ফ্রান্সের বিপক্ষে খেলা দল থেকে ইতালি কোচ স্পালেত্তি পাঁচটি পরিবর্তন এনেছিলেন। লরেঞ্জো পেলেগ্রিনি ও মাতেও রেতেগুইর পরিবর্তে সামনে ছিলেন জিয়াকোমো রাসপাদরি ও ময়েসে কিন। এছাড়াও ইনজুরির কারণে ছিলেন না ডিফেন্ডার রিকার্ডো কালাফিওরি।
খেলার আগে ফ্রাত্তেসির অংশগ্রহণ নিয়েও সংশয় ছিল, তবে তিনিই প্রথমার্ধে ফেডেরিকো দিমারকোর পাস থেকে প্রথম গোলটি করেন। বিরতির পরেও তিনি ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন, তবে ইসরায়েলি গোলকিপার গেরাফি তার নিচু শটটি রুখে দেন। স্পালেত্তির অধীনে ইতালির হয়ে এখনও পর্যন্ত সর্বোচ্চ ৬ গোল করেছেন ফ্রাত্তেসি।