খেলার মাঠে সবার আগে
Nsports-logo

সোমবার, ৯ই সেপ্টেম্বর ২০২৪

কমনওয়েলথ গেমসে প্রথম স্বর্ণজয়ী শ্যুটার আতিকুর রহমান আর নেই

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সর্বপ্রথম আন্তর্জাতিক স্বর্ণপদক জয়ী শ্যুটার আতিকুর রহমান ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। বুধবার (১৭ জুলাই) সকাল ১০টার দিকে তিনি মারা যান।

১৯৯০ সালের কমনওয়েলথ গেমসে প্রথম বাংলাদেশি হিসেবে শ্যুটিংয়ে স্বর্ণপদক জেতেন আতিকুর রহমান। কৃতী এই শ্যুটার ৫৯ বছর বয়সে ইহলোক ত্যাগ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পুত্র ও কন্যা রেখে গেছেন।

তার মৃত্যুতে বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশন গভীরভাবে শোকাহত। আজ বিকাল ৩টায় বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশন প্রাঙ্গণে  মরহুমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

 

কৃতী এই শ্যুটার ১৯৬৫ সালের ৫ মে জন্মগ্রহণ করেন। ১৯৯০ সালে জানুয়ারিতে নিউজিল্যান্ডের অকল্যান্ডে বাংলাদেশকে স্বর্ণপদক এনে দিয়ে চমক দেখান আতিকুর। ১০ মিটার পিস্তলের দলীয় ইভেন্টে আব্দুস সাত্তার নিনির সঙ্গে জুটি বেঁধে এই পদক এনে দিয়েছিলেন তিনি।

এরপর ১৯৯৩ সালে ঢাকায় এবং ১৯৯৫ সালে মাদ্রাজে (বর্তমান চেন্নাই) সাফ গেমসে সোনা জিতেছেন ব্যক্তিগত ও দলগত উভয় বিভাগেই।

ক্রীড়া ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি ১৯৯৪ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy