আগামীকাল প্রথম সেমিফাইনালে আফগানদের মুখোমুখি হবে প্রোটিয়ারা
একদিন বিরতির পর আগামীকাল থেকে মাঠে গড়াবে টি-২০ বিশ্বকাপের এইবারের আসরের সেমিফাইনাল ম্যাচ।সেমিফাইনালের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার মুখোমুখি হবে আফগানিস্তান।আগামীকাল ২৭জুন বাংলাদেশ সময় সকাল ৬:৩০মিনিটে মাঠে গড়াবে ম্যাচটি।
টি-২০ বিশ্বকাপের এইবারের আসরটা স্বপ্নের মতো কাটছে আফগানদের।সুপার এইটের শেষ ম্যাচে নাটকীয়ভাবে বাংলাদেশকে হারিয়ে প্রথমবারের মতো সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে রশীদ খানরা।প্রথমবারের মতো সেমিফাইনাল খেলার সুযোগ পাওয়ায় ইতোমধ্যেই দেশটিতে শুরু হয়েছে বুনো উল্লাস।তাই প্রোটিয়াদের বিপক্ষে আত্মবিশ্বাসের সাথেই খেলতে নামবে তারা।এর আগে গ্রুপ পর্বে ৩ ম্যাচ খেলে ২টি জিতে সুপার এইটে খেলার যোগ্যতা অর্জন করে তারা।নিউজিল্যান্ডের মতো দলকেও হারিয়েছে তারা।সুপার এইটে পা রেখে আফগানরা যেনো আরো শক্তিশালী হয়ে উঠে।দাপটের সাথে খেলে পরাজিত করে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে।শেষ ম্যাচে টাইগারদেরও হারিয়েছে রশীদ,নবীরা।
অন্যদিকে এইবারের আসরে এখনো পর্যন্ত অপরাজিত রয়েছে সাউথ আফ্রিকা। যদিও প্রতিটি ম্যাচই ছিলো নাটকীয়তায় ভরা।প্রোটিয়াদের সামনে এবার নয়া চ্যালেঞ্জ। এর আগে কোনো সেমিফাইনালে জয় পায়নি তারা।তাই প্রথমবারের মতো ফাইনাল খেলার সম্ভাবনা উঁকি দিচ্ছে প্রোটিয়াদের সামনে।
এইবার আসরটা দারুণভাবে শুরু করেছে সাউথ আফ্রিকা। গ্রুপপর্বের ৩টা ম্যাচই জিতেছে তারা।হারিয়েছে বাংলাদেশ,নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কাকে।প্রোটিয়াদের জয়ের ধারা অব্যাহত থাকে সুপার এইটেও।মাইটি ইংল্যান্ডকেও হারতে হয়েছে তাদের কাছে।ব্যাটে-বলে দারুণ ছন্দে রয়েছে তারা।
ফরম্যাটটা যেহেতু টি-২০ এখানে দু’দলের সামনেই থাকে সমান সুযোগ।তবে নামে ভারে বেশ এগিয়েই রয়েছে সাউথ আফ্রিকা।অন্যদিকে ছেড়ে কথা বলতে রাজিও নয় আফগানরাও।প্রথম সেমিফাইনালে যেই জিতুক ক্রিকেট বিশ্ব পাবে নতুন ফাইনালিস্ট।