খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে হাসারাঙ্গাকে টপকে শীর্ষে ফিরলেন সাকিব

বুধবার (৫ জুন) আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রণকারী সংস্থার (আইসিসি) সাপ্তাহিক র‌্যাঙ্কিং হালনাগাদে ফের শীর্ষে উঠলেন টাইগার অলরাউন্ডার।

মূলত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল হাতে উজ্জ্বল থাকলেও ব্যাট হাতে হাসারাঙ্গা ছিলেন মলিন। এতে ছয়টি রেটিং পয়েন্ট খোয়ালে শীর্ষস্থান হারাতে হয় লঙ্কান এই ক্রিকেটারকে। বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়ের রেটিং পয়েন্ট ২২৩। দুইয়ে নেমে যাওয়া হাসারাঙ্গার রেটিং পয়েন্ট ২২২।

গত সোমবার বিশ্বকাপে নিউইয়র্কে ‘ডি’ গ্রুপের ম্যাচে প্রোটিয়াদের বিপক্ষে শূন্য রানে সাজঘরে ফেরেন হাসারাঙ্গা। সেই ম্যাচে ৬ উইকেটে হেরে যায় লঙ্কানরা। লড়াইয়ে আগে ব্যাট করে নিজেদের সর্বনিম্ন ৭৭ রানে গুটিয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। লঙ্কানদের হারানোর ম্যাচে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৭ রানে ৪ উইকেট নেন অ্যানরিখ নরকিয়া। টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার এটি সেরা বোলিংয়ের রেকর্ড। এই পারফরম্যান্সে বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে সেরা দশে ঢুকেছেন এই পেসার। আছেন অষ্টম স্থানে। -যমুনা

অস্ট্রেলিয়া জশ হেইজেলউড এক ধাপ এগিয়ে পঞ্চম স্থানে। আর উগান্ডার বিপক্ষে ৯ রানে পাঁচ উইকেট নেওয়া আফগানিস্তান পেসার ফজলহক ফারুকি ৩ ধাপ এগিয়ে দশম স্থানে।

উগান্ডার বিপক্ষে মঙ্গলবার ১২৫ রানে জয় পায় আফগানিস্তান। জয়ের পর আফগান ব্যাটারদেরও র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। টি-টোয়েন্টিতে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ২০ ও ২৪ নম্বরে অবস্থান করছেন রহমানউল্লাহ গুরবাজ ও ইবরাহিম জাদরান। দুই আফগান ওপেনারই চার ধাপ করে এগিয়েছেন। ৮৬১ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে আগের মতোই এক নম্বরে সুরিয়া কুমার যাদব। ৭৯৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ফিল সল্ট।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy