মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার ৪ উইকেটে জিতেছে খুলনা। চট্টগ্রামের ১২১ রান তারা পেরিয়ে গেছে ১০ বল হাতে রেখেই।
শিশিরের প্রভাবে বোলারদের কাজ কঠিন হবে, কিছুটা সুবিধা পাবেন ব্যাটসম্যান; এমনটাই ভাবা হয় দিনের দ্বিতীয় ম্যাচে। কিন্তু হলো বরং উল্টোটাই। ছড়ি ঘোরালেন বোলাররা। রান তুলতে কঠিন পরীক্ষায় পড়লেন দুই দলেরই ব্যাটসম্যানরা। খুলনার লক্ষ্য নাগালের মধ্যে রাখার কারিগর নাহিদুল। কিপটে বোলিংয়ে ৪ ওভারে স্রেফ ১২ রানে তিনি নেন ৪ উইকেট। তার হাতেই ওঠে ম্যাচ সেরার পুরস্কার।
নাহিদুল ছাড়াও দারুণ বোলিংয়ে ৩ উইকেট নেন খুলনার পাকিস্তানি পেসার ফাহিম আশরাফ। দ্বিতীয় ইনিংসে চট্টগ্রামের দুই পেসার আল আমিন হোসেন, শহিদুল ইসলাম নেন ২টি করে উইকেট।
খুলনার বোলারদের দাপটের মাঝে লড়াই করেন শহিদুল। আট নম্বরে নেমে ৪০ রানের ইনিংস খেলে চট্টগ্রামকে একশ পার করান তিনি। পরে রান তাড়ায় শুরুতে চাপে পড়া খুলনার জয়ের পথ সুগম করেন আফিফ হোসেন, মাহমুদুল হাসান জয়রা।
ছোট লক্ষ্যে পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে বসে খুলনা। দুই ছক্কায় বড় কিছুর সম্ভাবনা জাগিয়েও পারেননি এভিন লুইস। হতাশ করেন এনামুল হক, শেই হোপরা।
চতুর্থ উইকেটে ৪৬ রানের জুটি গড়েন আফিফ ও জয়। নিহাদউজ্জামানের বলে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হন ২৮ বলে ২৬ রান করা জয়। হাবিবুর রহমানও বেশিক্ষণ টিকতে পারেননি।
দলকে জয়ের খুব কাছে রেখে ড্রেসিং রুমে ফেরেন জয়। ১টি করে চার-ছক্কায় ৪৪ বলে ৩৯ রান করেন তিনি। শেষ দিকে ফাহিম আশরাফের ৮ বলে ১৫ রানের ক্যামিও ইনিংসে নিশ্চিত হয় খুলনার জয়।
ম্যাচের প্রথমভাগে নাহিদুলের আঁটসাঁট বোলিংয়ে শুরুতেই চাপে পড়ে যায় চট্টগ্রাম। পাল্টা আক্রমণে প্রতিরোধের চেষ্টা করেন আগের ম্যাচের নায়ক নাজিবউল্লাহ জাদরান। ২৪ রান করা বাঁহাতি ব্যাটসম্যানকেও ফেরান নাহিদুল।
পরে মিডল-অর্ডার ব্যাটসম্যানরাও হতাশ করে একশর আগে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে চট্টগ্রাম। শেষ দিকে একার লড়াইয়ে দলকে বলার মতো সংগ্রহ এনে দেন শহিদুল। ৩১ বলের ইনিংসে তিনি ৪ চারের সঙ্গে মারেন ১টি ছক্কা।
সংক্ষিপ্ত স্কোর:
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ১৯.৫ ওভারে ১২১ (আভিশকা ৮, তানজিদ ১৯, ইমরানউজ্জামান ০, শাহাদাত ৬, নাজিবউল্লাহ ২৪, শুভাগত ২, ক্যাম্ফার ৭, শহিদুল ৪০, নিহাদউজ্জামান ৯, বিলাল ১, আল আমিন ১*; নাহিদুল ৪-০-১২-৪, টমাস ৩.৫-০-৩৮-২, নাসুম ৪-০-২৫-১, ফাহিম ৪-০-২০-৩, মুকিদুল ৪-০-২৫-০)
খুলনা টাইগার্স: ১৮.২ ওভারে ১২২/৬ (এনামুল ৯, লুইস ১২, হোপ ৯, আফিফ ২৬, জয় ৩৯, হাবিবুর ৩, ফাহিম ১৫*, নাহিদুল ২*; বিলাল ৩.২-০-২৮-১, আল আমিন ৪-০-২৭-২, শহিদুল ৪-০-২৬-২, নিহাদউজ্জামান ৪-০-২০-১, শুভাগত ৩-০-২০-০)
ফল: খুলনা টাইগার্স ৪ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: নাহিদুল ইসলাম