খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শনিবার, ২৭শে জুলাই ২০২৪

স্বাধীনতা কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

সোমবার গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে স্বাধীনতা কাপ ফুটবলের ফাইনালে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। চ্যাম্পিয়নদের হয়ে গোল দুটি করেছেন রাকিব হোসেন ও দোরিয়েলতন গোমেজ। মোহামেডানের হয়ে একমাত্র গোলটি করেন এমানুয়েল সানডে। এই জয় দিয়ে মোহামেডানকেanello a tre fasce
benetton sito ufficiale
relaxdays online shop
geox sito ufficiale
negozi geox piu vicino a me
geox.it outlet
negozi geox vicino a me
outlet benetton
calzature tata
emme marella outlet
benetton outlet
harmont and blaine
outlet mandarina duck online
benetton saldi 2023
mandarina duck outlet
ছুঁয়ে sito ufficiale geox and camicie outlet harmont&blain marella outlet online harmont & blaine outlet donna marella outlet sito geox negozi geox piu vicino scarpe geox uomo outlet tata italia scarpe benetton.it shop online relaxdays online shop benetton outlet store la milanesa borse nuova collezione 2023 negozi tata ফেলল কিংস। স্বাধীনতা কাপে তিনবারের চ্যাম্পিয়ন ছিল মোহামেডান। শেষ চার আসরেই ফাইনাল খেলে তৃতীয়বার চ্যাম্পিয়ন হলো কিংস। একই সঙ্গে মধুর প্রতিশোধ নিলো তারা। গত মৌসুমে ফেডারেশন কাপ জয়ের পথে সেমি-ফাইনালে কিংসকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছিল মোহামেডান। এবার ঠিক একই স্কোরলাইনে মোহামেডানকে হারিয়ে দিল তারা।

শিরোপার আশায় এদিন শুরু থেকেই সমান তালেই খেলতে থাকে ঐতিহ্যবাহী দল মোহামেডান, দারুণ খেলে কিংসও। চতুর্থ মিনিটে রফিকের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে এগিয়ে যেতে পারতো তারা। ১০ মিনিট পর রবসন রবিনহোর বুলেট গতির শট ঠেকিয়ে দেন মোহামেডানের গোলরক্ষক সুজন হোসেন। ৩৮ মিনিটে দোরিয়েলতনের হেড ক্রসবারের উপর দিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়। তবে সব নাটকীয়তা ছড়ায় দ্বিতীয়ার্ধে প্রথম পাঁচ মিনিটেই। ৪৮ মিনিটে বড় ধাক্কা খায় কিংস। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রফিক। মোহামেডানের ফুটবলার ওমর ফারুক বাবুকে ফাউল করলে তাকে বহিষ্কার করেন রেফারি।

ঠিক পরের মিনিটেই এগিয়ে যায় মোহামেডান। মুজাফরভের কর্নার থেকে লক্ষ্যভেদ করে সানডে। তবে ম্যাচের নাটকীয়তা তখনও বাকি। পাল্টা আক্রমণ থেকে পরের মিনিটে রবসনের শট ফেরালেও আলগা বলে ফিরতি শটে বল জালে পাঠান রাকিব। ৮৬তম মিনিটে জয়সূচক গোলটি পায় কিংস। ডানপ্রান্তে রবসনের বাড়ানো বলে জোরালো শটে দলকে এগিয়ে দেন দোরিয়েলতন।

এরপর আক্রমণের চেয়ে ম্যাচে উত্তেজনা বেশি ছড়ায় দুই দলের কথার লড়াইয়ে। হাতাহাতির মতো হয় কয়েকবারই। যে কারণে অনেকবারই হলুদ কার্ড বের করতে হয় রেফারিকে। তবে তাতে কোনো সমস্যা হয়নি কিংসের। শিরোপা নিশ্চিত করেই মাঠ ছাড়েন তারা।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy