মরুর বুকে মেসি-রোনালদো দ্বৈরথ
প্রায় তিন বছর পর আবারও মেসি-রোনালদো দ্বৈরথ দেখতে প্রস্তুত ফুটবল দুনিয়া। সবশেষ তারা লড়েছিলেন ২০২০ সালের ডিসেম্বরে, চ্যাম্পিয়ন্স লিগে। সৌদি আরবের আল নাসের ও আল হিলাল ক্লাবের সমন্বয়ে গড়া অল স্টার ইলেভেনের মুখোমুখি হবে নেইমার-এমবাপ্পে-হাকিমির পিএসজি।
সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ১১ টায় শুরু হবে এ ম্যাচটি। গত এক যুগেরও বেশি সময় ধরে মেসি- রোনালদোর মল্ল যুদ্ধ দেখতে মুখিয়ে থাকে ফুটবল ভক্তরা।
ইউরোপিয়ান ফুটবলকে বিদায় জানিয়ে সৌদি ক্লাব আল নাসেরে যোগ দিলেও, এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ম্যাচে নামা হয়নি রোনালদোর। তবে আজ সৌদি অলস্টারসের হয়ে অভিষেক হচ্ছে সিআর সেভেনের। বিশেষ এই ম্যাচে দলকে নেতৃত্বও দেবেন পর্তুগিজ মহাতারকা।
মুখোমুখি লড়াইয়ে রোনালদোর থেকে ঢের এগিয়ে লিও। এখন পর্যন্ত ৩৬ বারের দেখায় ১৬ ম্যাচে জয় মেসির। রোনালদোর জয় ১১ ম্যাচে। তাছাড়াও মুখোমুখি দেখায় মেসির গোলসংখ্যা ২২টি। সিআর সেভনের ২১টি।