বিপিএলের নবম আসরে আজ(শুক্রবার) মুখোমুখি হন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশাল।কিন্তু চট্টগ্রাম চ্যালেঞ্জার্স জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিজেদের মাঠেই প্রথম ম্যাচে দর্শকদের হতাশ করেন।সাকিব আল হাসানের বরিশাল আজকের ম্যাচে জয়লাভ করে।চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ২৬ রানে হারিয়েছে ফরচুন বরিশাল।
২০৩ রানের বিশাল লক্ষ্যের সূচনা করেছিলেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পাকিস্তানি ওপেনার উসমান খান।শুরুটা বেশ ভালোই ছিল।প্রথম ৬ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৫৭ রান তুলে তারা।কিন্তু ১৯ বলে ৩টি করে চার-ছক্কায় ৩৬ রান করা উসমানকে পেসার কামরুল ইসলাম রাব্বি তুলে নিলে খেই হারিয়ে ফেলে চট্টগ্রাম।ওপেনার ম্যাক্স ও’দাউদ ২৯ বলে ২৯ করেই সাকিবের শিকার হন।
চট্টগ্রামের কাছে টস হেরে ব্যাট করতে মাঠে নামে ফরচুন বরিশাল।মাঠে নেমেই বরিশালের ওপেনাররা ভালো খেলতে শুরু করে।বরিশালের হয়ে প্রথমবারের মতো ওপেনিং করতে নামেন মেহেদি হাসান মিরাজ।ব্যক্তিগত ২৪ রান করে তাইজুল ইসলামের বলে আউট হন তিনি।ওপেনার এনামুল হক বিজয় ২১ বলে ৩০ রান করে লেগস্পিনার ভিয়াসকান্তের বলে আউট হন তিনি।সাকিব আল হাসান বেশি সময় টিকতে পারেনি,করেছেন মাত্র ৮ রান।এরপর দলের হাল ধরেন ইব্রাহিম জাদরান এবং মাহমুদউল্লাহ রিয়াদ।
শেষের দিকে বরিশালের পাকিস্তানী ব্যাটার ইফতেখার আহমেদের ২৬ রানের ক্যামিওতে ২০২ রানের বিশাল সংগ্রহ পায় বরিশাল। চট্টগ্রামের হয়ে আবু জায়েদ রাহি নিয়েছেন সর্বোচ্চ ৩টি উইকেট।
২০৩ রানের বিশাল টার্গেটে চট্রগ্রাম চ্যালেঞ্জার্সকে খুবই সহজে হারিয়ে জয় পথে অগ্রসর হয় ফরচুন বরিশাল।তিন ম্যাচে এটি তাদের দ্বিতীয় জয়, অন্যদিকে সমান ম্যাচে দ্বিতীয় হার চট্টগ্রামের।