খেলার মাঠে সবার আগে
Nsports-logo

শুক্রবার, ১৮ই অক্টোবর ২০২৪

পেলের নামে বিশ্বের প্রতিটি দেশে স্টেডিয়াম করার অনুরোধ ফিফার

0

ব্রাজিলীয় কিংবদন্তি পেলে ৮২ বছর বয়সে বিদায় নিয়েছেন পৃথিবী থেকে।২৯ ডিসেম্বর শেষ নিশ্বাস ত্যাগ করেন ‘ফুটবলের রাজা’।তবে ফুটবলপ্রেমীদের কাছে তিনি অবিস্মরণীয় হয়ে থাকবেন চিরকাল।

কিংবদন্তিকে শেষ শ্রদ্ধা জানাতে সোমবার (৩ জানুয়ারি) ভোর থেকেই সাও পাওলো রাজ্যের ভিলা বেলমিরো স্টেডিয়ামে ঢল নামে জনতার।সান্তোসে পেলেকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।তার মতে,বিশ্বের কাছে ফুটবল খেলাকে তুলে ধরেছেন পেলে। তাই এই কিংবদন্তির সম্মানে প্রতিটি দেশে স্টেডিয়াম করার অনুরোধ জানাবে ফিফা।

ভিলা বেলমিরোয় স্থানীয় সংবাদকর্মীদের তিনি বলেন,‘আমরা বিশ্বের প্রতিটি ফেডারেশনকে অনুরোধ করব, তারা যেন অন্তত একটি স্টেডিয়াম পেলের নামে রাখে। এতে করে,পরবর্তী প্রজন্ম তার সম্পর্কে জানতে পারবে। তারা জানবে, পেলে পুরো পৃথিবীকে কেমন খুশিতে মাতিয়ে রাখতেন।’

ফিফা সভাপতির পাশাপাশি পেলের শেষকৃত্যে উপস্থিত ছিলেন কনমেবল প্রেসিডেন্ট আলেহান্দ্রো দমিনগুয়েস ও ব্রাজিলীয় ফুটবল ফেডারেশনের প্রধান এদনালদো রদ্রিগুয়েস।

বেলমিরো স্টেডিয়ামে শ্রদ্ধা জানানো শেষে পেলেকে নেওয়া হবে তাঁর মা দোনা সেলেস্তের বাড়িতে। মেমোরিয়াল নেক্রোপোল একুমেনিকায় শুধুমাত্র পরিবারের উপস্থিতিতে সমাহিত করা হবে কিংবদন্তি এই ফুটবলারকে।

কাতার বিশ্বকাপ চলাকালীন অসুস্থ হয়ে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি ছিলেন পেলে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ৮২ বছর বয়সে মারা যান তিনি।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy