আবারও হারের মুখ দেখলো কাতার। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও হারলো স্বাগতিকরা। প্রথম ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ২-০ গোলে হারার পর এবার আফ্রিকান দেশ সেনেগালের বিপক্ষে ৩-০ গোলে হারলো তারা।
দোহা’র আল-থুমামা স্টেডিয়ামে ম্যাচের প্রথম থেকেই বেশ গোছালো ফুটবল খেলতে থাকে দুদল। তবে প্রতিপক্ষের হাফে আগের মতোই মলিন ছিলো স্বাগতিকরা। বিপরীতে কয়েকটা ভালো আক্রমণ সানিয়ে প্রথমার্ধের এখন শেষ মুহুর্তে লীড নেয় আফ্রিকান দলটি। ডেডলক ভেঙে দলকে এগিয়ে নেয় স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের বোলা দিয়া।
দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও গোল করে সেনেগাল। এবারের স্কোরার ফামারা দ্বিধিউ। ২-০ গোলে পিছিয়ে পড়ে হুশ ফেরে কাতারের। শুরু করে একের ওর এক আক্রমণ। তবে সেগুলো ভালোভাবেই রুখে দেন গোলকিপার এডুয়েডো মেন্ডি এবং কৌলিবালি, সাবালিরা।
৭৮ মিনিটে কাতারের বদলি হিসেবে নামা খেলোয়াড় মুনতারি গোল করে। এটি চলতি বিশ্বকাপে স্বাগতিকদের প্রথম গোল। এই গোলের পর যখন সবাই আশায় বুক বাঁধছিলো যে হয়তো কাতার ক্যামব্যাক করতে চলেছে তখনই গোল করে বসে সেনেগাল। কাতারের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেয় বাম্বা ডিয়েং। পরে আর গোল না হলে ফলাফল ৩-১ এই শেষ হয় ম্যাচ। এর সাথে সাথে একপ্রকার বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে স্বাগতিক কাতারের৷