অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ালেন মোহাম্মদ নবী
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে মোটেও ফর্মে নেই আফগানিস্তান। যেখানে সুপার টুয়েলভে অন্যান্য দল গুলো একটি করে জয় পেলেও আফগানদের সেটিও হয়নি। ৫ ম্যাচের ৩ টিতে হার এবং ২টি ভেসে গেল বৃষ্টিতে। দলের এমন হতশ্রী পারফরম্যান্সে ব্যর্থতার দায় সবটা নিজের ঘাড়ে নিয়ে অধিনায়কত্ব থেকে পদত্যাগ করলেন মোহাম্মদ নবী।
শুক্রবার(০৪ নভেম্বর) বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে টুইটারে নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়ে নবী বলেছেন, ‘আমাদের বিশ্বকাপ সফর এমনভাবে শেষ হলো, যা সমর্থক কিংবা আমরা কখনোই চাইনি। এমন ফলাফলে দর্শকদের মতো আমরাও চরমভাবে হতাশ হয়েছি।’
দীর্ঘদিন ধরে নির্বাচকদের সাথেও মতের অমিল জানিয়ে তিনি লিখেছেন, ‘একই সঙ্গে গত কয়েকটি সফরে টিম ম্যানেজম্যান্ট, আমি ও নির্বাচকদের মধ্যে সিদ্ধান্ত গুলো একি হচ্ছেন না যেটা দলকে ভারসম্যপূর্ণ রাখবে। এজন্য আমি সম্মানের সঙ্গে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। তবে দল ও ম্যানেজম্যান্টের যখন দরকার হবে, আমি খেলা চালিয়ে যাবো। ’
‘আমি প্রতিটি মানুষকে হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাই যারা বৃষ্টির মধ্যেও মাঠে এসেছেন ও বিশ্বজুড়ে যারা সমর্থন জুগিয়েছেন। আপনাদের সমর্থন সত্যিই আমাদের জন্য অনেক বড় কিছু। ’
৩৭ বছর বয়সী মোহাম্মদ নবী ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে রশিদ খান পদত্যাগ করলে আফগানিস্তানের অধিনায়কের দায়িত্ব নিয়েছিলেন।