শেষ পর্যন্ত লড়েও আরব আমিরাতের কাছে হার দেখল নামিবিয়া। ফলে বিশ্বকাপের মূল পর্বের খুব কাছে গিয়েও উত্তীর্ণ হতে পারলো না তারা। নামিবিয়ার হারে কপাল খুলল নেদারল্যান্ডসের। অনুমিত ভাবেই আগামী ২৪ তারিখ সুপার টুয়েলভে বাংলাদেশের মোকাবেলা করবে তারা।
বিশ্বকাপের মূল পর্বে উঠার লড়ায়ের বি গ্রুপের শেষ ম্যাচে ৭ রানে জয় পেল পুঁচকে আরব আমিরাত। এবং এটিই তাদের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয়।
জিলংএ আমিরাতের দেয়া ১৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় মাত্র ৪৬ রানে পঞ্চম এবং ৬৯ রানে সপ্তম উইকেট হারিয়ে রীতিমত ধুঁকতে থাকে শ্রীলঙ্কাকে ৫৫ রানের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকে চমকে দেয়া নামিবিয়া।
যদিও সেই খাঁদের কিনার থেকে রুবেল ট্রামপেমানকে সঙ্গী করে ৪১ বলে ৭০ রানের অনবদ্য এক জুটি গড়ে দলকে প্রায় জয়ের বন্দরে নোঙর করে দিয়েছিলেন ডেভিড ভিসা। কিন্তু হায়! কি নিয়তি! কপালে যে সুখ লিখা ছিল না নামিবিয়ার। শেষ দুই ওভারে দরকার ছিল মাত্র ২০ রান। সেটাও নিতে পারল না আমিরাতের বোলার জহুর খান ও ওয়াসিমের কাছ থেকে।
৩৬ বলে সমান ৩টি করে চার-ছক্কায় ৫৫ করা শেষ ভরসা আউট হতেই শেষ হয়ে যায় নামিবিয়ার জয়ের স্বপ্নটাও। আর তাতেই কপাল খুলে যায় নামিবিয়ার।