সৌম্য-সাব্বিরদের নিয়ে আরব আমিরাত সফরের দল ঘোষণা
সংযুক্ত আরব আমিরাতে তাদেরই বিপক্ষে ট্রাইনেশন সিরিজের প্রস্তুতি উপলক্ষে দু’টি ফ্রেন্ডলি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। যার জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজে থাকবেন না সাকিব আল হাসান। তার পরিবর্তে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। স্কোয়াডে ফিরেছেন লিটন কুমার দাস, ইয়াসির আলী রাব্বিরা। এ সফরে সুযোগ মিলেছে সৌম্য সরকার, রিশাদ হোসেন ও শরিফুল ইসলাম।
দুই টি-টোয়েন্টি সিরিজ খেলতে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) আরব আমিরাতের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ জাতীয় দল।
আগামী ২৫ অক্টোবর এবং ২৭ অক্টোবর দুবাই ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুটি টি-টোয়েন্টি ম্যাচ। এরপর ২৮ অক্টোবর দেশে ফিরে আসবে টাইগাররা।
বাংলাদেশ স্কোয়াড
নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, সৌম্য সরকার ও রিশাদ হোসেন।