ঘরের মাঠে হার দেখল ভারত-পাকিস্তান
মঙ্গলবার ঘন্টার ব্যবধানে ঘরের মাঠে হার দেখেছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ভারতকে চার উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। অন্যদিকে পাকিস্তানকে হারিয়ে সফর শুরু ইংল্যান্ডের। করাচিতে প্রথম টি ২০ তে পাকিস্তানকে ৬ উইকেটে হারাল ইংল্যান্ড।
দিনের প্রথম ম্যাচে ভারতের দেয়া ২০৯ রানের বিশাল লক্ষ্য ৪ বল ও ৪ উইকেট হাতে রেখেই পার হয়ে যায় অজিরা। মোহালিতে প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে ভারতের সংগ্রহ ২০৮ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৭১ রান করেন হার্দিক পান্ডিয়া। মাত্র ৩০ বলে ৭ চার ও ৫ ছক্কায় এই বিধ্বংসী ইনিংস খেলেন পান্ডিয়া। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ রান করেন লোকেশ রাহুল। এছাড়া ২৫ বলে ৪৬ রানের ইনিংস খেলেন সূর্যকুমার যাদব।
অস্ট্রেলিয়ার হয়ে ৪ ওভারে ৩০ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন নাথান এলিস। ২টি উইকেট নেন জশ হ্যাজেলউড। বাকি একটি উইকেট সংগ্রহ করেন ক্যামেরন গ্রিন।
২০৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ঝড়ো সূচনা করেন অ্যারন ফিঞ্চ ও ক্যামেরন গ্রিন। ৩ ওভার ৩ বলেই তুলে ফেলেন ৩৯ রান। তবে এই রানের মাথায় ব্যক্তিগত ২২ রানে বিদায় হন ফিঞ্চ। তবে স্টিভেন স্মিথের সাথে দারুণ খেলতে থাকেন গ্রিন। মাত্র ৪০ বলে গড়েন ৭০ রানের জুটি। শেষ পর্যন্ত গ্রিনের ৬১, স্মিথের ৩৫ ও শেষদিকে ম্যাথু ওয়েডের ২১ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংসে সহজ জয় পায় অজিরা।
দিনের অন্যম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক মইন আলি। এশিয়া কাপের ফর্ম ধরে রাখলেন পাকিস্তান ওপেনার মুহাম্মদ রিজওয়ান। অধিনায়ক বাবর আজমের সঙ্গে ৮৫ রানের ওপেনিং জুটি। বাবর ২৪ বলে ৩১ রানেই ইতি ইনিংস। মিডল অর্ডারে ইফতিকার আহমেদের ১৭ বলে ২৮ রানের ক্যামিও ছাড়া উল্লেখযোগ্য রান নেই।
স্বপ্নের ফর্মে থাকা মুহাম্মদ রিজওয়ানের ৪৬ বলে ৬৮ রানের সৌজন্যে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৮ করে পাকিস্তান। ইংল্যান্ডের অভিষেক হওয়া বাঁ-হাতি পেসার লুক উড ৪ ওভারে ২৪ রান দিয়ে তিন উইকেট নেন। লেগ স্পিনার আদিল রশিদ ৪ ওভারে ২৭ রান দিয়ে নেন ২ উইকেট।
রান তাড়ায় ১৯ রানেই ওপেনিং জুটি ভাঙে ইংল্যান্ডের। একদিকে আগলে রেখে অ্যালেক্স হেলসের অর্ধশতরান (৫৩)। শেষ দিকে ইংল্যান্ডের তরুণ ব্যাটসম্যান হ্যারি ব্রুক ২৫ বলে ৪২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। ৪ বল বাকি থাকতেই ৬ উইকেটে জয় ইংল্যান্ডের। পাকিস্তান বোলারদের মধ্যে লেগ স্পিনার উসমান কাদির ২ উইকেট নেন।