সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বললেন রুবেল-শফিউল
সর্বশেষ ২০২০ সালের পাকিস্তান সফরে জাতীয় দলের জার্সি গায়ে টেস্ট ম্যাচ খেলেছেন রুবেল। ভবিষ্যতেও সেই সম্ভাবনা নেই বললেই চলে। এমন পরিস্থিতিতে বাকি দুই সংস্করণে মনোযোগী হতে ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ে লাল বল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন রুবেল। রুবেলের মতো প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন জাতীয় দলের আরেক পেসার শফিউল ইসলামও।
দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল থেকে বাইরে রয়েছেন রুবেল হোসেন এবং শফিউল ইসলাম। ২০০৯ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় রুবেল হোসেনের।
এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে ২৭ টি টেস্ট ম্যাচ খেলেছেন রুবেল হোসেন। এরমধ্যে তিনি উইকেটে তুলে নিয়েছেন ৩৬ টি। তবে টি-টোয়েন্টি এবং ওয়ানডে ক্রিকেট খেলা চালিয়ে যাবেন তিনি।
রুবেল হোসেনের পর অবসর নেওয়া আরেক পেসার শফিউল ইসলাম দেশের হয়ে ১১ টেস্ট খেলে নিয়েছেন ১৭ উইকেট। এছাড়া প্রথম শ্রেণিতে ৬২ ম্যাচে ১৬৪ উইকেট পেয়েছেন তিনি।