টি-টোয়েন্টিতে ওয়াটসনের চোখে সেরা পাঁচ ক্রিকেটার
প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। পুরো ক্রিকেট বিশ্ব মুখিয়ে আছে টি-টোয়েন্টির এই সর্বোচ্চ আসরের জন্য, মুখিয়ে আছেন অজিদের ইতিহাসের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার শেন ওয়াটসনও। আইসিসির এক অনুষ্ঠানে এবার এ-ফর্মাটে নিজের সেরা পাঁচ বেছে নিলেন এই অজি অলরাউন্ডার।
বৈশ্বিক টি-টোয়েন্টির এই গ্রোথের যুগে সেরা পাঁচ বেছে নেওয়ার কাজটি মোটেও সহজ ছিলো না। এক্ষেত্রে ওয়াটসন গুরুত্ব দিয়েছেন বর্তমান ফর্ম, টেকনিক এবং অস্ট্রেলিয়ার মাটিতে কতখানি ভালো করতে পারে সেসব বিষয়ে। বিশ্বকাপে যদি কোনো বিশ্ব একাদশ খেলতো এবং তাকে দল গঠনের দায়িত্ব দেওয়া হতো, তাহলে তিনি কোন পাঁচজনকে প্রথমে দলে রাখতেন সেই তালিকায় করেছে সাবেক এই অজি অলরাউন্ডার।
ওয়াটসনের তালিকায় সবার আগে জায়গা পেয়েছে পাকিস্তানি ক্যাপ্টেন বাবর আজম। বর্তমানে টি-টোয়েন্টির নাম্বার ওয়ান ব্যাটসম্যান এবং তার দারুণ টেকনিকের জন্যই ওয়াটসন তাকে সবার আগে পিক করেছে।
তার তালিকায় দুই নম্বরে জায়গা পেয়েছে ভারতের সূর্যকুমার যাদব। বর্তমানে সবথেকে রেড হট ফর্মে আছে এমন কয়েকজন প্লেয়ারের নাম বলতে বললে ক্রিকেটপ্রেমী মোটামুটি সবাই সূর্য’র নাম বলতো। তাছাড়া সে বর্তমানে টি-টোয়েন্টির নাম্বার টু ব্যাটসম্যান। তবে তার সাথে যুক্ত করে ওয়াটসন বলেন রাহুল যদি অস্ট্রেলিয়ান কন্ডিশনে অনেক ভালো করে তবে তিনি একটুও অবাক হবেন না।
অজি গ্রেটের তালিকায় তৃতীয় নামটি স্বদেশী ডেভিড ওয়ার্নারের। গত আসরে অস্ট্রেলিয়া প্রথম বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে যেটিতে সবথেকে বড় অবদান রাখে ডেভ। হয়েছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও।
ওয়াটসনের তালিকায় চতুর্থ নাম ইংলিশ ক্যাপ্টেন জস বাটলার। নিঃসন্দেহে বর্তমানে সাদা বলের অন্যতম সেরা ব্যাটসম্যান তো বটেই, হিটারও জস বাটলার। তার সম্পর্কে ওয়াটসন বলেন, “আইপিএলে এবং আরো অনেক সময় কোনো বোলারই তাকে আউট করতে পারেনি। গত আইপিএলেও সে রেকর্ড চারটি শতক করেছে। যখন সে ফর্মে থাকে (আর সে ফর্মে আছেও) তখন টি-টোয়েন্টিতে তাকে আউট করা প্রায় অসম্ভব। বিশ্বের সেরা বোলারকেও সে পিটিয়ে যেখানে ইচ্ছা সেখানে পাঠাতে পারে।’ এছাড়া একসময় বিগব্যাশে সিডনি থান্ডার্সে দুজন সতীর্থ ছিলেন। ওয়াটসন মনে করেন অস্ট্রেলিয়ার মাটিতে খেলার অভিজ্ঞতা বাটলারকে অনেক সহায়তা করবে।
ওয়াটসনের তালিকার সর্বশেষ নামটি পাকিস্তান পেসার শাহীন আফ্রিদির। অবশ্য ইতিমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড অফিশিয়ালি জানিয়ে দিয়েছে হাঁটুর ইঞ্জুরির কারণে বিশ্বকাপ মিস করতে চলেছে আফ্রিদি। তার জায়গায় যুক্ত হয়েছে আরেক গতিশীল বোলার মোহাম্মদ হাসনাইন।