বিসিবির গুরুত্বপূর্ণ বোর্ড সভা আজ, চূড়ান্ত হবে টি-টোয়েন্টি অধিনায়ক
অস্ট্রেলিয়া বিশ্বকাপ সামনে রেখে টি-টোয়েন্টিতে টানা ব্যর্থতা, সিনিয়র ক্রিকেটারদের ভবিষ্যৎ, কুড়ি ওভারের ফরম্যাটের অধিনায়কত্ব সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সভার কথা রয়েছে। মিরপুরের বিসিবি কার্যালয়ে এই সভা বসবে দুপুর ২টায়।
মাত্র ১৭ দিনের ব্যবধানে বসছে এবারের পরিচালনা পরিষদের বৈঠক। যা ষষ্ঠ বোর্ড সভা। এই বোর্ড সভা বেশ গুরুত্বপূর্ণ। এই সভাতেই চূড়ান্ত হবে পূর্বাচলে অবস্থিত শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রস্তুতকারক প্রতিষ্ঠান। সঙ্গে ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন এবং বাংলাদেশের নারীদের বিশ্বকাপের রূপরেখা প্রণয়ন হবে।
সেপ্টেম্বর-অক্টোবরে ১০ দলের এই আসরে মোট ম্যাচ হবে ২৩টি। বোর্ড সভাপতি এই বিশ্বকাপের ফাইনাল ম্যাচ পূর্বাচলের শেখ হাসিনা স্টেডিয়ামে আয়োজন করার প্রস্তুতি নিয়েছেন। সেসব বিষয়ও বেশ গুরুত্ব পাবে এই বোর্ড সভায়।