ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টিতেও দাপটে শুরু ভারতের
ক্যারিবীয়দের ডেরায় ওয়ানডে সিরিজটা দাপটের সঙ্গে জিতেছে ভারত। এবার টি-টোয়েন্টি সিরিজেও স্বাগতিকদের বিপক্ষে জয়ে শুরু করলো ম্যান ইন ব্লুজরা।
ব্রায়ান লারা স্টেডিয়ামে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬৮ রানের বড় জয় পেয়েছে রোহিত শর্মার দল।
ত্রিনিদাদে টস হেরে ব্যাট করতে নেমে ভারতকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার অধিনায়ক রোহিত শর্মা আর সূর্যকুমার যাদব। ১৬ বলে ২৪ রানের ক্যামিও খেলে যাদব আউট হয়। এরপর শ্রেয়াস আয়ার (০), ঋষভ পন্থ (১৪) এবং হার্দিক পান্ডিয়া (১) দ্রুত ফিরে গেলে কিছুটা চাপে পড়ে ভারত
একপ্রান্ত আগলে থেকে রোহিত উপহার দেন ৪৪ বলে ৭ চার ছক্কায় ৬৪ রানের ইনিংস। শেষদিকে ১৯ বলে ৪১ রানের বিধ্বংসী ইনিংস উপহার দেন অভিজ্ঞ দিনেশ কার্তিক। হাঁকান ৪টি চার এবং ২টি ছক্কা।
রান তাড়ায় কাইল মেয়ার্সরা ঝড়ো শুরু করলেও বড় ইনিংস খেলতে পারেননি কোন ক্যারিবীয়। সর্বোচ্চ ২০ রান আসে শামার ব্রুকসের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ১৮ রান করেছেন অধিনায়ক নিকোলাস পুরান। রোভম্যান পাওয়েলের সংগ্রহ ১৪ রান। ফলে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২২ রান তুলতে সক্ষম হয় উইন্ডিজ।