টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহর নেতৃত্ব নিয়ে শিগগিরই আসতে পারে সিদ্ধান্ত
সুখ-দুঃখে মোড়ানো ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে দেশে ফিরতে শুরু করেছে বাংলাদেশ দল। তারই অংশ হিসেবে আজ দ্বিতীয় ভাগে অনেকটা নিরবে দেশে ফিরেছেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদসহ তিনজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার।
মাহমুদউল্লাহ রিয়াদের নিরবে ঢাকায় আসার কারনও আছে বটে। টি২০-তে বাংলাদেশ দলের ধারাবাহিক ব্যর্থতার কারণেই; ছন্দহীন মাহমুদউল্লাহকে নিয়ে চুলছেড়া বিশ্লেষণ চলছে বিসিবি কর্তাদের মধ্যে। ইতোমধ্যে খবর বেরিয়েছে, রিয়াদকে ক্রিকেটের এই ছোট ফরম্যাটের অধিনায়কত্ব থেকে ছিটকে ফেলার।
যার জন্য আজ কালকের মধ্যেই রিয়াদের নেতৃত্ব নিয়ে আলোচনা হওয়ার কথা আছে। রিয়াদের সাথে এবিষয়ে একান্ত বৈঠক হওয়ার কথা রয়েছে বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুসের মধ্যে। কানাঘুষা সত্যি হলে মাহমুদউল্লাহ নেতৃত্ব হারানোর পাশাপাশি টি-টোয়েন্টি দলে জায়গাও হারাতে পারেন।
জোর গুঞ্জন আছে, টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানকে টি-টোয়েন্টি দলের নেতৃত্বভার দেওয়া হতে পারে। তবে সাকিব জিম্বাবুয়ে সফরে ছুটিতে থাকায় এশিয়া কাপ থেকে দায়িত্ব নিতে পারবেন। আর তাই জিম্বাবুয়ে সফরই হতে যাচ্ছে মাহমুদ উল্লাহর জন্য শেষ এসাইনমেন্ট।
এই মাসের শেষের দিকে জিম্বাবুয়েতে তিনটি করে ওয়ানডে এবং টি২০ ম্যাচ খেলতে উড়াল দেবে বাংলাদেশ।