রেকর্ড গড়ে গল টেস্ট জিতল পাকিস্তান
ইতিহাস গড়ে গল টেস্ট জিতলো পাকিস্তান। গলে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে পাকিস্তানের সামনে লক্ষ্য ছিল ৩৪২ রানের। বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে আবদুল্লাহ শফিকের হার না মানা ১৬০ রানের উপর ভর করে স্মরণীয় এক জয় তুলে নিল বাবর আজমের দল।
এই জয়ের মধ্য গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি রান তাড়া করে নতুন রেকর্ড গড়ল পাকিস্তান। পঞ্চম দিনে সফরকারীদের জিততে দরকার ছিল ১২০ রান। হাতে ছিল ৭ উইকেট। পঞ্চম দিনে জয়ের দ্বারপ্রান্তে থাকা অবস্থায় বৃষ্টি বাগড়া পাকিস্তানের অপেক্ষা বাড়িয়ে দিলেও। শেষপর্যন্ত বৃষ্টি বাধা উপেক্ষা করে ৪ উইকেটের জয় তুলে নেয় সফরকারীরা।
এর আগে রান তাড়া করতে নেমে ম্যাচের চতুর্থ দিনেই জয়ের ভিত গড়ে রাখে বাবর আজম বাহিনী। ৩ উইকেটে ২৩২ রান তুলে চতুর্থ দিন শেষ করে। পঞ্চম ও শেষ দিনের খেলায় ইতিবাচক ব্যাটিংই শুরু করে পাকিস্তান দল। এদিন ব্যাট করতে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার আব্দুল্লাহ শফিক ও মোহাম্মদ রিজওয়ান। চতুর্থ উইকেট জুটিতে দুজন মিলে তুলেন ৭১ রান। তাতেই জয়ের আরও কাছাকাছিতে চলে যায় সফরকারীরা।
দ্বিতীয় ইনিংসেও দারুণ বোলিং করেছেন লঙ্কান বাঁহাতি স্পিনার প্রভাত জয়সুরিয়া, শিকার করেছেন চারটি উইকেট। এছাড়া রমেশ মেন্ডিস ও ধনঞ্জয়া ডি সিলভা পেয়েছেন একটি করে উইকেট। ম্যাচসেরা হয়েছেন আব্দুল্লাহ শফিক। এই জয়ের ফলে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান।
স্কোরঃ
শ্রীলঙ্কা : ২২২ ও ৩৩৭
পাকিস্তান: ২১৮ ও ৩৪৪/৬
ম্যান অব দি ম্যাচ : আবদুল্লাহ শফিক।