জয়ের পথে ওয়েস্ট ইন্ডিজ, টাইগারদের প্রয়োজন ৭ উইকেট
অ্যান্টিগা টেস্ট জয়ের পথে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। খালেদ আহমেদের বোলিং তোপে পড়লেও ঠিকই খোলস ছেড়ে বের হয়েছে ক্যারিবীয়ানরা। তৃতীয় দিনের খেলা শেষে স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ৪৯ রান।
ফলে জয়ের জন্য উইন্ডিজের প্রয়োজন ৩৫ রান এবং বাংলাদেশের ৭ উইকেট।
অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্স স্টেডিয়ামে তৃতীয় দিন শেষে ২৮ রানে অপরাজিত রয়েছে ক্যাম্পবেল। ১৭ রানে নিয়ে আছেন জারমিন ব্ল্যাকউড। আর মাত্র ৩৫ রান নিতে উইন্ডিজের হাতে দুই দিন অর্থাৎ ছয় সেশন।
মাত্র ৮৪ রানের লক্ষ্য দিলেও দারুণ লড়াই করছে বাংলাদেশ। এক খালেদ আহমদেই কাঁপুনি দিয়েছে স্বাগতিকরা। ইনিংসের দ্বিতীয় ও নিজের প্রথম ওভারের প্রথম বলেই ক্রেইগ ব্র্যাথওয়েটকে ১ রানে বিদায় করেন এই পেসার। চার বল পরে কট বিহাইন্ড হয়ে যান রেমন রিফার। তার তৃতীয় স্বীকার এনক্রুমা বনার।
আর তাতে ৯ রানে ৩ উইকেট নিয়ে আশার পালে হাওয়া দেয় বাংলাদেশ। কিন্তু সে আশা গুড়োবালি করে দেয় ক্যাম্পবেল ও ব্ল্যাকউড। তাদের ব্যাটে ভর করে জয়ের স্বপ্ন দেখছে উইন্ডিজ।
এর আগে দুই উইকেটের খরচায় ৫০ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে দিনের নবম ওভারে প্রথম উইকেট হারায় সফরকারীরা। ১৭ রানে মাঠ ছাড়ে নাজমুল হোসেন শান্ত।
আবারও ব্যার্থ মুমিনুল হকও। মায়ার্সের দ্বিতীয় শিকার হয়ে মাত্র ৪ রানে প্যাভিলিয়নের পথ ধরেন বাঁহাতি এই ব্যাটার। ফলে ৭৫ রান তুলতে ৪ ব্যাটারকে হারায় বাংলাদেশ। জয়ের ব্যাট থেকে আসে ৪২ রান।
তবে সাকিব ও সোহান রেকর্ড গড়া ১২৩ রানের সপ্তম উইকেট জুটি দলকে এনে দেয় বড় লিড। দলীয় ২৩২ বলে সাকিবের ৬৩ রানে বিদায়। ৬৪ রানে বিদায় নেয় সোহান।
এরপর আর উইন্ডিজের বোলারদের সামনে দাঁড়াতে পারেননি কোনো টাইগার ব্যাটারই। যার ফলে ২৪৫ রানেই থেমে যায় টাইগারদের দ্বিতীয় ইনিংসের চাকা। আর ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৮৪ রানের।