বড় পরিবর্তন নিয়ে এস্তোনিয়ার বিপক্ষে রাতে মাঠে নামছে আর্জেন্টিনা
ইতালিকে হারিয়ে ফাইনালিসিমা জেতা চাঙা আর্জেন্টিনার এবার মিশন এস্তোনিয়া জয়। ফিফা প্রীতি ম্যাচে বড় পরিবর্তন নিয়ে বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টায় নামবে লিওনেল স্কালোনির শিষ্যরা।
স্প্যানিশ ক্লাব ওসাসুনার ঘরের মাঠ এল সাদার স্টেডিয়াম অনুষ্ঠিত ম্যাচে একগাদা পরিবর্তনের আভাস দিয়েছেন আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনি। অধিনায়ক লিওনেল মেসিকে দলে রেখে বাকি সবাইকেই বিশ্রামে রাখতে পারেন তিনি। তবে মেসির সঙ্গে শেষ ম্যাচ খেলা গুইদো রদ্রিগেজকেও শুরুর একাদশে দেখা যেতে পারে।
২০১৯ সালের কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের কাছে হেরেছিল আর্জেন্টিনা। এরপর থেকে টানা ৩২ ম্যাচ অপরাজিত থেকে এস্তোনিয়ার বিপক্ষে নামছে আলবিসেলেস্তেরা। সবশেষ ইতালির বিপক্ষে তাদের জয় ছিল ৩-০ গোলে।
এদিকে হাঁটুর ইনজুরিতে পড়ে আগেই ছিটকে গেছেন দলের এক নম্বর গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। একই কারণে এস্তোনিয়ার ম্যাচে দেখা যাবে না মিডফিল্ডার লেয়ান্দ্র পারেদেস ও ফরোয়ার্ড অ্যাঞ্জেল কোররেয়াকে। তবে এই ম্যাচে অভিষেক হতে পারে মার্কো সেন্সির।
এস্তোনিয়ার বিপক্ষে আর্জেন্টিনা সম্ভাব্য একাদশ: ফ্রাংকো আরমানি/জেরোনিমো রুল্লি, গনজালো মন্টিয়েল, জার্মান পেজ্জেল্লা, লিসান্দ্রো মার্টিনেজ/মার্কোস সেন্সি, মার্কোস আকুনা, এজেকুয়েল পালাসিওস, গুইদো রদ্রিগেজ/অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, আলেজান্দ্রো গোমেজ/অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি, হোয়াকিন কোররেয়া/হুলিয়ান আলভারেজ ও নিকোলাস গঞ্জালেজ।