আশা জাগিয়েও নিষ্প্রাণ ড্রয়েই শেষ চট্টগ্রাম টেস্ট
নিষ্প্রাণ ড্রয়েই সমাপ্তি ঘটলো চট্টগ্রাম টেস্টের। পঞ্চম দিনের প্রথম সেশনে আশা জাগিয়েও জেতা হলো না বাংলাদেশের। শ্রীলঙ্কান দুই ব্যাটার দীনেশ চান্দিমাল ও নিরোশান ডিকওয়েলার ব্যাটিং দৃঢ়তায় দ্বিতীয় ইনিংসে আর মাঠে নামা হয়নি টাইগারদের। লঙ্কানরা দ্বিতীয় ইনিংসে ছয় উইকেটে ২৬০ রান নেওয়ার পর ড্র মেনে নেন দুই দলের অধিনায়ক মুমিনুল হক ও দিমুথ করারত্নে।
এর আগে চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে লঙ্কানরা টস জিতে ব্যাট করে ৩৯৭ রান তোলে। দলের পক্ষে সর্বোচ্চ ১৯৯ রান করেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল হতে এক রান দূরে থাকতে পূর্ব নির্ধারিত শট খেলতে গিয়ে ক্যাচ দেন তিনি। প্রথম ইনিংসে লঙ্কান টপ অর্ডার ব্যাটার কুশল মেন্ডিস (৫৪) ও দীনেশ চান্দিমাল (৬৬) ফিফটি তুলে নেন।
জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৩৩ রান করেন তামিম ইকবাল। ২১৮ বলে তাঁর ইনিংসটি সাজানো ছিল ১৫টি বাউন্ডারি দিয়ে। আরেক সেঞ্চুরিয়ান মুশফিক করেন ২৮২ বলে ১০৫ রান। এছাড়া লিটন কুমার দাস ও মাহমুদুল হাসান জয়ের ব্যাট থেকে আসে যথাক্রমে ৮৮ ও ৫৮ রান। ফলে প্রথম ইনিংসে টাইগারদের জোড়া সেঞ্চুরি ও জোড়া ফিফটিতে সংগ্রহ দাঁড়ায় ৪৬৫ রান। প্রথম ইনিংস শেষে বাংলাদেশ লিড পায় ৬৮ রানের।
এরপর চতুর্থ দিনের শেষ সেশনে তার জবাবে ব্যাট করতে নেমে ম্যাচের বাকি অংশ পুরোটাই ব্যাট করেছে লঙ্কানরা। ১৬১ রানে লঙ্কানদের ৬ উইকেটের পতন ঘটিয়ে জয়ের স্বপ্ন দেখলেও চান্দিমাল ও ডিকওয়েলার ৯৯ রানের অবিচ্ছিন্ন জুটি ম্যাচকে ধীরে ধীরে ড্রয়ের দিকে এগিয়ে নেয়।
বাংলাদেশের পক্ষে এই ইনিংসে ৪ উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম। লংকানদের পক্ষে ডিকওয়েলা ৯৬ বলে ৬১ ও চান্দিমাল ১৩৫ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন। এছাড়া ৫২ রান করেন অধিনায়ক দিমুথ করুনারত্নে।
সংক্ষিপ্ত স্কোর
টস: শ্রীলংকা
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৩৯৭/১০ (১৫৩ ওভার)
ম্যাথিউস ১৯৯, চান্দিমাল ৬৬, কুশল ৫৪, ওশাদা ৩৬, বিশ্ব ১৭*, নাঈম ১০৫/৬, সাকিব ৬০/৩, তাইজুল ১০৭/১
বাংলাদেশ ১ম ইনিংস: ৪৬৫/৯ (১৭০.১ ওভার)
তামিম ১৩৩, মুশফিক ১০৫, লিটন ৮৮, জয় ৫৮, সাকিব ২৫, তাইজুল ২০, রাজিথা ৬০/৪, আসিথা ৭২/৩, ধনঞ্জয়া ৪৮/১, এম্বুলদেনিয়া ১০৪/১
শ্রীলঙ্কা ২য় ইনিংস: ২৬০/৬ (৯০.১ ওভার) ডিকওয়েলা ৬১, করুনারত্নে ৫২, কুশল ৪৮, চান্দিমাল ৩৯*
তাইজুল ৮২/৪, সাকিব ৫৮/১