ব্রেন্টফোর্ডের বিপক্ষে ৩ গোলের জয় ম্যান ইউর
একটি শোচনীয় মৌসুমের ঘরের মাঠে শেষ ম্যাচে ব্রেন্টফোর্ডের বিপক্ষে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। পিছিয়ে থাকা ইউনাইটেডকে কক্ষপথে ফেরালেন ব্রুনো ফার্নান্দেস, ক্রিস্টিয়ানো রোনালদো ও রাফায়েল ভারানে।
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে সোমবার রাতে ৩-০ গোলে জিতেছে ইউনাইটেড। ফের্নান্দেস দলকে এগিয়ে নেওয়ার পর সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। অন্য গোলটি করেন রাফায়েল ভারানে।
ম্যাচে বল দখলে বেশ পিছিয়ে থাকলেও গোলের জন্য শট বেশি নেয় ব্রেন্টফোর্ড। তবে তাদের ১২ শটের কেবল চারটি ছিল লক্ষ্যে, সেগুলো খুব একটা ভাবাতে পারেনি ইউনাইটেডকে। অন্যদিকে, ৬৪ শতাংশ সময় বল দখলে রেখে স্বাগতিকরা ৯টি শট নেয়, এর পাঁচটি ছিল লক্ষ্যে।
গোলের জন্য রাংনিকের দলের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। নবম মিনিটে মাঝ মাঠ থেকে বল পেয়ে এগিয়ে যান অ্যান্থনি অ্যালেঙ্গা। বাইলাইন থেকে নিখুঁত কাট ব্যাকে খুঁজে নেন ফের্নান্দেসকে। অরক্ষিত পর্তুগিজ মিডফিল্ডার বাকিটা সারেন অনায়াসে।
৬১তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। ডি-বক্সে তাকেই রিকো হেনরি ফাউল করায় পেনাল্টি পেয়েছিল ইউনাইটেড।
৭২তম মিনিটে স্কোরলাইন ৩-০ করে ফেলেন ভারানে। কর্নার থেকে জটলায় বল পেয়ে চমৎকার ফিনিশিংয়ে ঠিকানা খুঁজে নেন এই ফরাসি ডিফেন্ডার। বাকি সময়ে গোলের তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই।
এই জয়ে ৩৬ ম্যাচে ১৬ জয়ে ৫৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ইউনাইটেড।