ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে সর্বনিম্ন রানের লজ্জায় ডুবল বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।আগে ব্যাট করতে নেমে জানসেন ও নটরাজনের বোলিং তোপে মাত্র ৬৮ রানেই গুটিয়ে যায় ফ্যাফ ডু প্লেসির দল। জবাবে মাত্র ৮ ওভারেই ৯ উইকেট হাতে জয়ের বন্দরে পৌঁছে যায় সানরাইজার্স হায়দরাবাদ।
মুম্বাইয়ের ব্রাবোর্নে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই হায়দরাবাদের বোলিং তোপে পড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মার্কো জানসেন ও নাতারাজান সমান তিনটি করে উইকেট শিকার করে একাই ফাফ ডু প্লেসিদের ব্যাটিং লাইন আপ ধসে দেন।
দলের হয়ে দুই অঙ্কের রানে যেতে পেরেছেন মাত্র দুজন। শুয়েস ১৫ ও ম্যাক্সওয়েল করেন ১২ রান। বিরাট কোহলি ও দিনেশ কার্তিক সাজঘরে ফিরেছেন শূন্য রানে। ব্যাটারদের ব্যর্থতায় ১৬.১ ওভারে অলআউট হয়ে মাত্র ৬৮ রানেই থামে আরসিভির ইনিংস।
জবাবে ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে তেমন একটা বেগ পেতে হয়নি হায়দরাবাদকে। দলের হয়ে উদ্বোধনী জুটিতে শুরুটা ভালোই করে দুই ওপেনার অভিষেক শর্মার ও কেন উইলিয়ামসন। ২৮ বলে ৮ চার ও ১ ছয়ে ৪৭ রানের এক ঝড়ো ইনিংস খেলে দল জয় থেকে মাত্র ৫ রান দূরে থাকতে হর্ষল প্যাটেলের বলে আউট হয়ে সাজ ঘরে ফিরেন অভিষেক।
এরপর উইলিয়ামসন ১৬ আর রাহুল ত্রিপাথি ৭ রানে অপরাজিত থেকে ইনিংসের ৮ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় সানরাইজার্স হায়দরাবাদ।