কাউন্টিতে ইতিহাস গড়লেন পাকিস্তানের শান মাসুদ
ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট কাউন্টিতে ডার্বিশায়ারের হয়ে দুর্দান্ত খেলছেন পাকিস্তানের ব্যাটার শান মাসুদ। টানা দুই ম্যাচে দুই ডাবল সেঞ্চুরি তুলে নিয়ে রীতিমতো ইতিহাসই গড়লেন পাকিস্তানের এই টপ অর্ডার ব্যাটার।
প্রথম ম্যাচে সাসেক্সের বিপক্ষে ২৩৯ রানের ইনিংসের পর শুক্রবার লেস্টাশায়ারের বিপক্ষে ২৬৮ বলে ২৪টি চার ও ১ ছক্কায় ২১৯ রানের ইনিংস খেলেন। এর আগে পাকিস্তানি কোনো ব্যাটার হিসেবে কাউন্টিতে টানা ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়তে পারেননি কেউই।
ডার্বিশায়ারের ইতিহাসে এর আগেও কোনও ব্যাটার পরপর দুই ইনিংসে দ্বিশতরান করেননি। শানই প্রথম এই রেকর্ড গড়লেন। ১৯৩৩ সালে ইফতিকার আলি খান পতৌদি শেষ এশিয়ান ব্যাটার হিসাবে পরপর কাউন্টি ম্যাচে দ্বিশতরান করেছিলেন। তার ৮৯ বছর পর এই কীর্তি ঘটালেন শান।
কাউন্টিতে দুর্দান্ত খেলা শান মাসুদ অবশ্য পাকিস্তান টেস্ট দলে নিজের জায়গা পাকাপোক্ত করতে পারেননি এখনো। তবে বর্তমানে তিনি যে ফর্মে আছেন তাতে হয়তো শিগগিরই টেস্ট দলে ডাক পাবেন আবার।