বার্সা ছেড়ে ম্যান ইউতে মিডফিল্ডার ডি ইয়ং?
ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ডাচ কোচ টেন হাগ। হ্যাগ যোগ দিয়ে ঢেলে সাজাতে চাচ্ছে ম্যান ইউ স্কোয়াডকে। তার অংশ হিসেবে বার্সা থেকে ডি ইয়ংকে রেড ডেভিলদের ডেরায় উড়িয়ে আনতে চাইছে তার আয়াক্সের সাবেক গুরু বর্তমান ম্যান ইউ কোচ হাগ।
বার্সেলোনা ডি ইয়ংকে এখনি ছুটি দিতে রাজি নয়। কাতালান ক্লাবটি মনে করে, ইয়ং ক্লাবের একজন গুরুত্বপূর্ণ সদস্য। কারন জাভি হার্নান্দেজের অধীনে সে অনেক কিছু করতে পারে।
তবে স্প্যানের গণমাধ্যম ‘স্প্যানিশ আউটলেট’ এর মতে, ‘ডি ইয়ং ন্যূ ক্যাম্প ছেড়ে যেতে চান না, তবে ম্যান ইউর অর্থ ও টেন হেগের ইচ্ছে তাকে পরিবর্তন করাতে পারে’।
স্প্যানিশ ক্লাব বার্সেলোনা তাদের বর্তমান আর্থিক দৈন্যদশায় এই মিডফিল্ডারকে যেতে দিতে পারে। যদিও তারা ডি ইয়ংকে রাখতে ইচ্ছুক। কারণ তিনি ন্যূ ক্যাম্পে খেলতে সাচ্ছন্দ্যবোধ করেন।
অন্যদিকে পল পগবা ও নেমাঞ্জা ম্যাটিক ম্যান ইউ ছাড়তে এক পায়ে খাড়া হওয়ায় ম্যান ইউর মিডফিল্ডে ডি ইয়ংকে প্রধান চরিত্রে দেখতে চায় টেন হাগ। দেখা যাক শেষ পর্যন্ত কে জেতে!