অবামেয়াংয়ের গোলে কষ্টার্জিত জয় বার্সেলোনার
ঘরের মাঠে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে হারের পর লা লিগায়ও ছন্দপতন বার্সেলোনা। তবে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দুই হারের পর অবশেষে জয়ের স্বাদ পেল কাতালানরা। বৃহস্পতিবার রাতে লা লিগার ম্যাচে রিয়াল সোসিয়েদার বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পায় বার্সেলোনা।
প্রতিপক্ষের মাঠে গোছানো ও ছন্দময় ফুটবলে ম্যাচের শুরুতেই সোসিয়েদার জালে বল জড়িয়ে এগিয়ে যায় জাভি হার্নান্দেজের দল। বার্সার হয়ে ম্যাচের ১১ মিনিটে একমাত্র জয়সূচক গোলটি করেন পিয়েরি-এমরিক অবামেয়াং। এরপর ম্যাচের বাকি সময়ে জুঁড়ে অগোছালো ফুটবলে নিজেদের খুঁজতে থাকা বার্সা। শেষপর্যন্ত কোনোমতে জয় নিয়ে মাঠ ছেড়ে লিগ টেবিলে দুই ও উঠে আসে জাভির দল।
পুরো ম্যাচে ৪৪ ভাগ বলের দখল ছিল বার্সার পায়ে। অন্যদিকে বল দখলে এগিয়ে থেকেও গোলের দেখা পায়নি সোসিয়াদাদ। বার্সার পোস্টে আটটি শটের মধ্যে পাঁচটি লক্ষ্যে রাখে রিয়াল সোসিয়াদাদ। বিপরীতে ম্যাচের ১১ মিনিটে অবামেয়াংয়ের গোলটি ছাড়া আর একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি কাতালান ক্লাবটি।
এ জয়ে ৩২ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে বার্সেলোনা। ৩৩ ম্যাচে ৫৫ পয়েন্টে ষষ্ঠ অবস্থানে সোসিয়াদাদ। ৩৩ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে লিগ শিরোপা জয়ের পথে রিয়াল মাদ্রিদ। তবে এখনো কাগজে-কলমে বার্সেলোনার লিগ শিরোপার সুযোগ রয়েছে। তবে বাকি থাকা ৫ ম্যাচ থেকে চার পয়েন্ট পেলেই শিরোপা নিশ্চিত করবে রিয়াল মাদ্রিদ।