আইসিসির সেরার তালিকায় টাইগার দলপতি মুমিনুল
সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ হারে কড়া সমালোচনার মুখোমুখি হয়েছে টাইগার অধিনায়ক মুমিনুল হক। কেননা দলের বাজে পারফরম্যান্সের পাশাপাশি পুরো সিরিজ জুড়ে মুমিনুল ছিলো অনুজ্জ্বল।
তবে এতকিছুর মাঝেও এক দারুণ খবর পেলেন মুমিনুল। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের সেরা অলরাউন্ড পারফরম্যান্সের তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক।
চলতি বছরের শুরুতে মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের ম্যাচে ব্যাট হাতে প্রথম ইনিংসে ৮৮ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন মুমিনুল। পরে বল হাতে নেন গুরুত্বপূর্ণ দুইটি উইকেট।দ্বিতীয় ইনিংসে অপরাজিত থেকে শেষ পর্যন্ত ৮ উইকেটের জয় নিশ্চিত হওয়ার সময়ও ক্রিজে ছিলেন মমিনুল। সব মিলিয়ে টাইগার অধিনায়কের এই দুদার্ন্ত পারফরম্যান্স নজর কেড়েছে আইসিসির।
Congratulations @BCBtigers. Well played on all fronts. #NZvBAN pic.twitter.com/EYCU1CpQWV
— BLACKCAPS (@BLACKCAPS) January 5, 2022
টেস্ট চ্যাম্পিয়নশিপের এই ৩৪ ম্যাচের মধ্যেই সেরা অলরাউন্ড পারফরম্যান্সের তালিকা বের করেছে আইসিসি। যেখানে মুমিনুল হক ছাড়া আরও রয়েছেন রবিন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কেশভ মহারাজ ও ম্যাট হেনরি।