রিয়ালের নাটকীয় জয়, শিরোপার আরও কাছে পিএসজি
ম্যাচের প্রথমার্ধ জুড়ে একচেটিয়া আধিপত্য। দ্বিতীয়ার্ধে দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়ে সেভিয়ার ঘরের উঠোন থেকে জয় ছিনিয়ে আনল রিয়াল মাদ্রিদ। লিগ ম্যাচে সেভিয়ার বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়ে ৩-২ গোলের নাটকীয় জয় আনচেলত্তি শিষ্যদের। অন্যদিকে, নেইমার-এমবাপ্পের গোলে মার্সেইকে হারিয়ে শিরোপার দিকে আর এক পা দিয়ে রাখল ফরাসি জায়ান্ট পিএসজি।
ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়ে রিয়াল। শুরুতে পিছিয়ে পড়লেও বিরতির পর দারুণ ভাবে ঘুরে দাঁড়ায় তারা। ম্যচের শুরুর চার মিনিটে দুই গোল হজম করে রিয়াল। কিন্তু বিরতির পর দুর্দান্ত এক প্রত্যাবর্তনের নাম লিখলেন আনচেলত্তি শিষ্যরা। দলকে জয়ের উচ্ছ্বাসে ভাসালেন করিম বেনজেমা।
ম্যাচের ২১ মিনিটে রকিটিচের গোলে এগিয়ে যায় স্বাগতিক সেভিয়া। ২৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এরিক লামেলা। তবে দ্বিতীয়ার্ধ শুরু হতেই পাল্টে যায় চিত্র। ম্যাচের ৫০ মিনিটে রদ্রিগো ব্যবধান কমানোর পর ৮২ মিনিটে সমতা আনেন নাচো ফার্নান্দেস। ম্যাচের অতিরিক্ত সময়ে বেনজেমার ওই জয়সূচক গোলই।
এই জয়ে লা লিগার শিরোপার আরও কাছে এগিয়ে গেল রিয়াল। ৩২ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে অবস্থান রিয়ালের। ৩০ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা, সমান পয়েন্ট নিয়েও তিনে আছে সেভিয়া।
ঘরের মাঠে রোববার রাতে লিগ ওয়ানের ম্যাচটি ২-১ গোলে জিতেছে পিএসজি। আবারও তারা এগিয়ে গেছে ১৫ পয়েন্টে, বাকি আর ছয় রাউন্ড।
৩২ ম্যাচে ২৩ জয় ও ৫ ড্রয়ে পিএসজির পয়েন্ট হলো ৭৪। সমান ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্সেই। তিন নম্বরে রেনের পয়েন্ট ৫৬।
নিজেদের পরের ম্যাচে আগামী বুধবার অঁজির বিপক্ষে খেলবে পিএসজি। ওই ম্যাচে জিতলেই দশম লিগ শিরোপা নিশ্চিত হয়ে যেতে পারে তাদের।