ড্র ম্যানসিটি-লিভারপুলের হাইভোল্টেজ ম্যাচ,নাটকীয় জয় বার্সার
উত্তাপ ছড়াতে থাকে ম্যাচের আগে থেকেই। মাঠের লড়াইয়েও পয়েন্ট টেবিলের দুই শীর্ষ দলের তুমুল উত্তেজনা। আক্রমণ প্রতি আক্রমণেও ড্র লিভারপুল-ম্যান সিটির মধ্যোকার হাইভোল্টেজ ম্যাচ। অন্যদিকে, দ্বিতীয়ার্ধ্বের নাটকীয়তায় ৩-২ গোলে জয় পেল বার্সেলোনা।
রবিবার রাতে স্প্যানিশ লা-লিগায় পয়েন্ট টেবিলের ১৯ নাম্বার দল লেভান্তের মাঠে স্বাগতিকদের ৩-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। টানা ষষ্ট জয় তাদের এটি। সেভিয়াকে পেছনে ফেলে আবারও বার্সা উঠেছে দুই নম্বরে।
ঘটনাবহুল এই ম্যাচের তিন পেনাল্টি আর পাঁচ গোল- সবই হয়েছে দ্বিতীয়ার্ধে। লেভান্তের হয়ে গোল করেছেন মোরালেস ও মেরেলো। বার্সার তিন গোল অবামেয়াং, পেদরি ও লুক ডি ইয়ংয়ের।
৩০ ম্যাচে ১৭ জয় ও ৯ ড্রয়ে বার্সেলোনার ৬০ পয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে সেভিয়া। তাদের সমান ৩১ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।
রবিবার রাতের অন্য ম্যাচে ইত্তিহাদ স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচটি শেষ হলো ২-২ সমতায়। দুই দলের ব্যবধান তাই আগের মতো ১ পয়েন্টই রয়ে গেল।
৩১ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি, সমান ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৭৩। ম্যাচ বাকি রইলো সাতটি।
শিরোপা লড়াই মূলত এই দুই দলের মধ্যেই। তিন নম্বরে থাকা চেলসির ৩০ ম্যাচে ৬২ পয়েন্ট। ৩১ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে চারে আছে টটেনহ্যাম হটস্পার।