দক্ষিণ আফ্রিকায় টাইগারদের ঐতিহাসিক জয়
দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রোটিয়াদের বিপক্ষে দীর্ঘ ২০ বছরের আক্ষেপ ঘুচলো টাইগারদের। তিন ফরম্যাটের ১৯ ম্যাচ খেলে পরাজয় সবকটিতে। তবে ২০ তম ম্যাচে এসে জয়টা তুলেই নিল বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারালো টাইগাররা।
সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করে স্কোর বোর্ডে ৩১৩ রানের বিশাল সংগ্রহ জমা করে বাংলাদেশ দল। ৩১৪ রানের টার্গেট টপকাতে নেমে ২৭৬ রানে থামে দক্ষিণ আফ্রিকার ইনিংস। ব্যাটে বলে দুর্দান্ত টাইগাররা।
শুক্রবার সেঞ্চুরিয়নের সুপারস্পোর্টস পার্কে সিরিজের প্রথম দিবারাত্রি ওয়ানডে ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে যায় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩১৪ রান জড়ো করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ বলে ৭ চার ৩ ছক্কায় ৭৭ রানের দুর্দান্ত ইনিংস আসে সাকিব আল হাসানের ব্যাট থেকে ।
ইয়াসির আলী চৌধুরী হাকাঁন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম অর্ধশতক। ৪৪ বলে করেন ৫০। এবং লিটনের ব্যাট থেকে আসে ৬৭ বলে ৫০ রান। সাকিব চতুর্থ উইকেটে ইয়াসিরের সাথে গড়েন ১১৫ রানের অনবদ্য জুটি।
জবাবে ব্যাট করতে নেমে প্রোটিয়ারা তাসকিন-শরিফুলের আঘাতে ৩৬ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায়। তবে রাসি ভন ডার ডুসেন ও ডেভিড মিলার ম্যাচে ফেরানোর চেষ্টা করলেও মেহেদী মিরাজ ঝলকে সেটি আর হয়ে উঠলো না। বাভুমা ৫৫ বলে ৩১, ভন ডার ডুসেন ৯৮ বলে ৮৬ ও মিলার ৫৭ বলে ৭৯ রান করে।
শেষপর্যন্ত ৪৮.৫ ওভারে ২৭৬ রানে থামে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার ইনিংস। টাইগারদের মিরাজ চারটি ও তাসকিন আহমেদ তিনটি উইকেট শিকার করেন। এতে ৩৮ রানের জয়ের সঙ্গে আইসিসি সুপার লিগের গুরুত্বপূর্ণ ১০ পয়েন্ট পেল বাংলাদেশ।